ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ আলোচনা, কবিতা ও গানে

প্রকাশিত: ০৫:৪৮, ২৫ জানুয়ারি ২০১৭

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ আলোচনা, কবিতা ও গানে

স্টাফ রিপোর্টার ॥ বাঙালীর মুক্তি সংগ্রামে ঊনসত্তরের গণঅভ্যুত্থান জাতিকে দিয়েছিল নতুন পথের দিশা। গণমানুষের এ আন্দোলন সশস্ত্র সংগ্রামের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল দেশকে। সেই খরস্রোতা সংগ্রামের ধারাবাহিক একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জন দেয়া শহীদদের স্মরণ করা হলো মঙ্গলবার। এদিন বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় সাজানো হয় স্মরণানুষ্ঠান। রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আলোচনায় অংশ নেন শহীদ আসাদের ভাই অধ্যাপক এইচএম মনিরুজ্জামান এবং শহীদ অধ্যাপক ড. শামসুজ্জোহার বোনের ছেলে খোন্দকার আলী হোসেন। আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বে শামসুর রাহমান রচিত ‘আসাদের শার্ট’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল। গণসঙ্গীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। অনেক কণ্ঠ এক সুরে গেয়ে শোনায়Ñ হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে...। অধিকার আদায়ে সংগ্রামী অতীতের কথা স্মরণ করে পরের গানে শিল্পীদের কণ্ঠে উচ্চারিত হয়Ñ জনতার সংগ্রাম চলবেই/আমাদের সংগ্রাম চলবেই...। গান ও কবিতার পরিবেশনার শেষে ছিল চলচ্চিত্র প্রদর্শনী। দেখানো হয় শহীদ অধ্যাপক ড. শামসুজ্জোহাকে নিয়ে ড. সাজ্জাদ বকুল নির্মিত প্রামাণ্যচিত্র ‘দাবানল : শহীদ ড. শামসুজ্জোহা ও আমাদের স্বাধীনতা’। নতুন আঙ্গিকে গ্রন্থমেলা সরাসরি প্রতিদিন ॥ বিগত বছরের ধারাবাহিকতায় এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে প্রতিদিন অমর একুশে গ্রন্থমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। গ্রন্থমেলা সরাসরি সম্প্রচারের এই উদ্যোগে চ্যানেল আইয়ের সঙ্গে রয়েছে আইএফআইসি ব্যাংক। গ্রন্থমেলা নিয়ে থাকবে পাঞ্জেরী, প্রাইম ব্যাংক ও পাঠক সমাবেশের সৌজন্যে ভিন্ন আয়োজন। এছাড়াও গ্রন্থমেলার প্রতিদিনের সার্বিক তথ্য নিয়ে প্রতিদিন প্রকাশিত হবে ‘গ্রন্থমেলা প্রতিদিন’। এতে নতুন বই পরিচিতি, লেখক, দর্শক ও দর্শনার্থীদের সাক্ষাতকারসহ গ্রন্থমেলার নানান খুঁটিনাটি তুলে ধরা হবে। গ্রন্থমেলা উপস্থাপনা করবেন ছড়াকার লুৎফর রহমান রিটন। মঙ্গলবার দুপুরে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে গ্রন্থমেলা সরাসরি সম্প্রচার প্রসঙ্গে নানান দিক তুলে ধরেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। গ্রন্থমেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। মেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্র্রচারিত হবে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শুধু বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ছয়টা ৫০ মিনিট পর্যন্ত। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কনসার্ট ॥ সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এবার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফান্ড রাইজিং কনসার্ট।’ এতে অংশ নেবেন ববিতা আক্তার, সাবিনা ইয়াসমীন ও আইয়ুব বাচ্চুর মতো তারকারা। তাঁদের সঙ্গে মঞ্চ মাতাবেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, হায়দার হোসেন, বেনুকা ইনস্টিটিউট অব আর্টস, যুক্তরাষ্ট্রের বেসরকারী বিশ্ববিদ্যালয় ভান্ডেরবিল্ট বিশ্ববিদ্যালয়ের লরা চৌধুরী। ৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘জাগো উচ্ছ্বাসে’ শিরোনামে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। যৌথভাবে কনসার্টটি আয়োজন করবে ডিস্ট্রেসড চিলড্রেন এ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এ উপলক্ষে মঙ্গলবার সকালে হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মমিনুল ইসলাম, হেড অব ব্র্যান্ড এ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস, ডিসিসিআইয়ের নির্বাহী পরিচালক ডাঃ এহসান হক, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, শিল্পী হায়দার হোসেন প্রমুখ। শিশু নির্যাতনকারীদের ‘মানসিক বিকারগ্রস্থ’ হিসেবে উল্লেখ করে আইয়ুব বাচ্চু বলেন, যারা শিশুদের ওপর অত্যাচার করেন তাদের আসলে মানসিক সমস্যা রয়েছে। কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে জনপ্রতি ১২০০ টাকা। হেফাজত নাটকের মঞ্চায়ন ॥ মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হলো নাট্যদল ঢাকা পদাতিকের নাটক হেফাজত। হারুনর রশিদের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন নাদের চৌধুরী। পুলিশ হেফাজতে নেয়া বিদেশ থেকে উদ্ধারকৃত শিশু ও নারীদের কথা, পাচার হয়ে যাওয়া নারীদের জীবনের নানা সুখ-দুঃখ এবং হেফাজতে নেয়া মানুষগুলোর বিভিন্ন সমস্যা আর গল্প এ নাটকের মূল উপজীব্য। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফিরোজ হোসাইন, শ্যামল হাসান, কাজী শিলা, মঞ্জুরুল ইসলাম, মোতালেব হোসেন, নিপা শিল্পী, শুভ্রা, তন্বী, নিপা প্রমুখ। বগুড়ায় লালন একাডেমির উৎসব শুরু ॥ স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বগুড়া লালন একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত ছেলেমেয়ের শিক্ষার ওপর সেমিনার ও লালন উৎসব শুরু হয়েছে মঙ্গলবার। সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে তিন দিনের এই উৎসবের সূচনা হয়। উৎসবে শিশুদের নিয়ে নানা আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে কর্তৃপক্ষ জানায়, ফকির লালন শাহ্র দর্শন প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০৮ সালে বগুড়ায় লালন একাডেমি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার দুই বছর পর ২০১০ সালে ২০ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্কুলযাত্রা শুরু করে, যেখানে সরকারের পাঠ্যসূচী অনুযায়ী পাঠদান করা হয়েছে। বর্তমানে ৮ নারী শিক্ষক প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১শ’ ৫০ শিক্ষার্থীকে পাঠ দান করছেন। পিইসি পরীক্ষার উত্তীর্ণের হার শতভাগ। যেখানে জিপিএ-৫ পেয়েছে কয়েকজন। শিক্ষার্থীদের সুন্দর মানবীয় চরিত্র গঠনে পাঠ্যসূচীর নির্ধারিত সূচীর পাশাপাশি বিশ্ববরেণ্য ব্যক্তিদের সম্পর্কে অবহিত করা, শিশুদের সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ও চিকিৎসাসেবাসহ নানা কর্মসূচী পালিত হয়। এবারের উৎসবে সব কিছুই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে করা হয়েছে।
×