ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ চারে ফেদেরারের বাধা স্বদেশী ওয়ারিঙ্কা

প্রকাশিত: ০৫:০৬, ২৫ জানুয়ারি ২০১৭

শেষ চারে ফেদেরারের বাধা স্বদেশী ওয়ারিঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ পুরুষ এককে আরেকটি গ্র্যান্ডসøাম জয়ের দিকে বেশ ভালভাবেই এগিয়ে যাচ্ছেন সাবেক বিশ্বসেরা সুইজারল্যান্ডের রজার ফেদেরার। বর্তমানে এটিপি র‌্যাঙ্কিংয়ের ১৭ নম্বর এ তারকা চলমান অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন দুর্দান্ত এক জয়ে। তিনি সরাসরি ৬-১, ৭-৫, ৬-২ সেটে জার্মানির মিশচা ভেরেভকে হারিয়ে দেন। তবে শেষ চারে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তারজন্য। বর্তমানে সুইজারল্যান্ডের এক নম্বর তারকা স্টানিসলাস ওয়ারিঙ্কা। বিশ্বের ৪ নম্বর এ তারকা ১২ নম্বর বাছাই ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে হারিয়ে দিয়েছেন। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার দুই সুইস তারকা ওয়ারিঙ্কা ও ফেদেরার মুখোমুখি হবেন। ৩৫ বছর বয়সী ফেদেরার সর্বশেষ গ্র্যান্ডসøাম জিতেছেন ৪ বছর আগে। তিনি ২০১২ সালে উইম্বলডন জয় করেছিলেন। আর অস্ট্রেলিয়ান ওপেনে চারবার চ্যাম্পিয়ন হলেও সর্বশেষটা ছিল ২০১০ সালে। এবার সেমিতে উঠে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি। ত্রয়োদশ বারের মতো সেমিতে উঠলেন তিনি অসি ওপেনে। আর কোন টেনিস খেলোয়াড় এতবার শেষ চারে উঠতে পারেননি। সবমিলিয়ে এটি আবার রেকর্ড ৪১তম সেমিফাইনালে ওঠা ফেদেরারের। রড লেভার এ্যারেনায় তিনি ভেরেভকে হারাতে ১ ঘণ্টা ৩২ মিনিট সময় নিয়েছেন। সর্বাধিক ১৭ গ্র্যান্ডসøামের রেকর্ডধারী ফেদেরার জয়ের পর বেশ আনন্দিত, ‘আমি অনেক খুশি। আমি যতটা পারছি এ টুর্নামেন্টে খেলার চেষ্টা করে যাচ্ছি। এতদূর আসতে পারব সেটা আমার চিন্তাতেও ছিল না। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে আমি ভেবেছিলাম কয়েক রাউন্ড পর্যন্ত খেলতে পারব। বিশেষ করে ড্র দেখার পর মনে হয়েছিল হয়তো চতুর্থ রাউন্ড কিংবা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারব। কিন্তু এখনও আমার খেলা বাকি আছে, সেমিতে স্টানের বিরুদ্ধে লড়ব। আমার মনে হয় না এটা খুব বেশি সহজ হবে উভয়ের জন্য। এখন পরবর্তী লড়াইয়ের জন্য আমার তর সইছে না।’ ৫০ নম্বর র‌্যাঙ্কিংধারী ভেরেভ অবশ্য এবার সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিলেন। বিশ্বের এক নম্বর এ্যান্ডি মারেকে চতুর্থ রাউন্ডে হারিয়ে দেন। ফলাফলটা সরাসরি সেটে পরাজয় হলেও লড়াইটা দারুণ করেছেন তিনি ফেদেরারের বিরুদ্ধেও। খুব বেশি ভুলও করেননি। তবু হারতে হয়েছে তাকে। আর ফেদেরার এ জয়ে হয়ে উঠেছেন আরও উজ্জীবিত। তবে শেষ চারে ফেড কাপে নিজের সতীর্থ ও স্বদেশী ওয়ারিঙ্কার বিরুদ্ধে এখন নামতে হবে।
×