ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনসম্পৃক্ততা ছাড়াই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে সরকার ॥ টিআইবি

প্রকাশিত: ০৮:৪৮, ২৪ জানুয়ারি ২০১৭

জনসম্পৃক্ততা ছাড়াই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে সরকার ॥ টিআইবি

স্টাফ রিপোর্টার ॥ সরকার জলবায়ু পরিবর্তন কর্মসূচী বাস্তবায়নে জনসম্পৃক্ততা ছাড়াই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে দাবি করেছে বেসরকারী দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে প্রয়োজন থাকা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার গ্রামের পরিবর্তে শহরেই শতকরা ৮২ ভাগ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা অনুচিত বলে দাবি করা হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে গৃহীত বিভিন্ন প্রকল্প থেকে ৬টি প্রকল্পে সরেজমিনে অনুসন্ধান পূর্বক এ তথ্য তুলে ধরে সংস্থাটি। এজন্য দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে সদিচ্ছার মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্ত বাস্তবসম্মত প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সোমবার রাজধানীর ধানম-ির মাইডাস সেন্টারে আয়োজিত ‘জলবায়ু অর্থায়ন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নে সুশাসন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন রিসার্চ এ্যান্ড পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এএসএম জুয়েল এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নাহিদ শারমিন। উক্ত গবেষণায় আরও সংযুক্ত ছিলেন একই বিভাগের প্রোগ্রাম ম্যানেজার ফারহানা রহমান এবং গোলাম মহিউদ্দিন, ম্যানেজার সিএফজি। টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং রিসার্চ এ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান। সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, জলবায়ু তহবিল বরাদ্দে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দলীয় রাজনৈতিক প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছে। সরকারের অর্থায়নে গৃহীত প্রকল্পগুলোতে দেখা গেছে, বিপন্নতার সঙ্গে সামঞ্জস্য রেখে তহবিল বরাদ্দ হচ্ছে না। রাজনৈতিক প্রভাব বরাদ্দের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে। প্রকল্প বাস্তবায়নে বেশকিছু ইতিবাচক দিক থাকলেও তহবিল বরাদ্দ ও ট্রাস্টিবোর্ড গঠনে স্বার্থের দ্বন্দ¦ দেখা দিয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, যেখানে ঝুঁকি বেশি সেখানে বরাদ্দ কম, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কারণে পছন্দ মতো প্রকল্প নিয়ে বরাদ্দ বেশি করায় ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হচ্ছে। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যহত হচ্ছে। টিআইবির চেয়ারপারসন এ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের এ ঝুঁকি মোকাবেলায় এসব প্রকল্পে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের সম্মতি ছাড়া নিজেদের মতো করে প্রকল্প নিলে তার সুফল পাওয়া যাবে না। সরকার বেশ কিছু ক্ষেত্রে জনগণের মতামত ও বাস্তবতা উপেক্ষা করে নিজের ইচ্ছেমতো যেখানে প্রকল্প গ্রহণ করা প্রয়োজন সেখানেই প্রকল্প বাস্তবায়ন করছেন। ফলে প্রকল্পের সার্থকতা থাকতছে না। এসব অর্থ জনগণের তাই জনগণের সেবার ও জীবনমান উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করতে হবে। সরকারের উচিত সদিচ্ছার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা। সংবাদ সম্মেলনে টিআইবি প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ট্রাস্টিবোর্ড পুনর্গঠন, তহবিল বৃদ্ধি, নীতিমালা পরিমার্জন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিসহ কয়েকটি সুপারিশ তুলে ধরেন। টিআইবি অনুসন্ধানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের বেশ কিছু উদ্যোগের প্রশংসা করে। এতে বলা হয়, জাতীয় অভিযোজন কর্মসূচী ও কার্যক্রম, ২০০৫ যা ২০০৯ সালের হালনাগাদকরণ, বাংলাদেশের জলবার্য়ূ পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা ২০০৮ প্রণয়ন যা ২০০৯ সালে হালনাগাদ করা হয়, বাংলাদেশ জলবায়ূ পরিবর্তন ট্রাস্ট আইন ২০১০ প্রণয়ন, বাজেট রাজস্ব ও দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তায় জলবায়ু অর্থায়ন কার্যক্রম গ্রহণ উল্লেখযোগ্য। গবেষণার জন্য ৬টি প্রকল্প নির্বাচন করা হয় ও ২০১৬ সালের মার্চ থেকে নবেম্বর পর্যন্ত পরিচালনা করা হয়, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
×