ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেস্টে সাউদির ২০০ উইকেট

প্রকাশিত: ০৬:৩৪, ২৪ জানুয়ারি ২০১৭

টেস্টে সাউদির ২০০ উইকেট

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট ইতিহাসে তিনিই পঞ্চম যার ডাবল সেঞ্চুরি হলো। ব্যাটস্যমান হিসেবে নয়, বোলার হিসেবে পেসার টিম সাউদি ২০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন। ক্রাইস্টাচার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন সাকিব আল হাসানের উইকেট লাভের পরই ২০০ উইকেট হয়ে যায় এ পেসারের। স্যার রিচার্ড হ্যাডলির পর দ্বিতীয় দ্রুততম কিউই বোলার হিসেবে এ মাইলফলক ছুঁয়েছেন তিনি। পরে আরেকটি উইকেটও শিকার করেন তিনি। তবে নতুন এ অর্জন নিয়ে নয়, সাউদি সন্তোষ প্রকাশ করেছেন দলের জয়ে অবদান রাখতে পেরে। চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাত হানেন সাউদি। তিনি ফিরিয়ে দেন তামিম ইকবালকে। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে ২০০ উইকেটের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এ পেসার। সাউদির দ্বিতীয় শিকার হয়ে সাকিব (৮) ফিরে যান। এটি ছিল এ পেসারের টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট। নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে তিনি এ কৃতিত্ব দেখান। রিচার্ড হ্যাডলি মাত্র ৪৪ টেস্টে ২০০ উইকেট নিয়ে কিউইদের পক্ষে দ্রুততম এ মাইলফলক ছোঁয়ার ক্ষেত্রে। এরপরই সাউদির স্থান হয়ে গেল ৫৬ টেস্টে তা অর্জন করে। বিশ্বের ৬৯তম বোলার হিসেবে ২শ’ উইকেট শিকারের ক্লাবে নাম লেখান তিনি। বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে নামার আগে সাউদির বোলিং পরিসংখ্যান ছিল ৫৫ টেস্টে ১৯৩ উইকেট। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ২শ’ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেন সাউদি। এখন তার ৫৬ টেস্টে উইকেট সংখ্যা ২০১। সাউদির আগে নিউজিল্যান্ডের হয়ে এই তালিকায় নাম লিখিয়েছেন স্যার রিচার্ড হ্যাডলি, ড্যানিয়েল ভেট্টোরি, ক্রিস মার্টিন ও ক্রিস কেয়ানর্স। নিউজিল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে দ্রুততম ২শ’ উইকেট শিকারি তিনি। এ তালিকায় নাম তুলতে সাউদির খেলতে হয়েছে ৫৬ টেস্ট। আর মাত্র ৪৪ টেস্টেই ২শ’ উইকেট শিকার করেছিলেন হ্যাডলি। তবে সাউদিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে তারই সতীর্থ ট্রেন্ট বোল্টের। বোল্ট ৪৯ টেস্টে নিয়েছেন ১৮৫ উইকেট। নিজের অর্জন নিয়ে সাউদি বলেন, ‘খুবই ভাল বোধ করছি। আমি সবসময় আগের চেয়ে ভাল কিছু করতে চাই। কিছু উইকেট পেয়ে দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুবই সন্তুষ্ট। নিউজিল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি- স্যার রিচার্ড হ্যাডলি (১৯৭৩-১৯৯০) ৮৬ ম্যাচে ৪৩১ উইকেট ড্যানিয়েল ভেট্টোরি (১৯৯৭-২০১৪) ১১২ ম্যাচে ৩৬১ উইকেট ক্রিস মার্টিন (২০০০-২০১৩) ৭১ ম্যাচে ২৩৩ উইকেট ক্রিস কেয়ানর্স (১৯৮৯-২০০৪) ৬২ ম্যাচে ২১৮ উইকেট টিম সাউদি (২০০৮-২০১৭) ৫৬ ম্যাচে ২০১ উইকেট।
×