ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু ॥ বেনাপোলে অচলাবস্থা

প্রকাশিত: ০৬:০২, ২৪ জানুয়ারি ২০১৭

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু ॥ বেনাপোলে অচলাবস্থা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ১২ দফা দাবিতে সোমবার সকাল থেকে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পূর্ব ঘোষণা অনুযায়ী এই ধর্মঘট পালিত হচ্ছে। সোমবার বিকেলে এ বিষয়ে খুলনা সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ত্রিপক্ষীয় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্মঘট আহ্বানকারী সংগঠনের নেতারা বলেছেন মাছ, সবজিসহ পচনশীল সকল প্রকার পণ্য পরিবহন স্বাভাবিক রাখা হবে এবং আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক রয়েছে। ওই বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার হতে পারে বলে নেতারা আশা করছেন। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চল পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল গফ্ফার বিশ্বাস, সদস্য সচিব আব্দুর রহিম বক্স দুদুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, সভায় উপস্থিত ধর্মঘট আহ্বানকারী সংগঠনের নেতারা জানান, তারা ২১ জেলার নেতাদের সঙ্গে কথা বলে আসতে পারেননি। তবে পচনশীল কোন প্রকার পণ্য পরিবহনে তারা বাধা দেবেন না। এছাড়া তারা বলেছেন, আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে এ বিষয় নিয়ে বৈঠক রয়েছে। ওই বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ধর্মঘট আহ্বানকারীরা জানান, ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড এঙ্গেল, বাম্পার ও হুক অপসারণ সিদ্ধান্ত বাতিল, পরিবহনে অতিরিক্ত পণ্য বোঝাই না করতে প্রেস নোট জারি, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নামে চাঁদাবাজি বন্ধ, ব্রিজের টোল কমানো, অপ্রয়োজনীয় স্পীড ব্রেকার অপসারণ, প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, জ্বালানি তেলের দাম কমানো, ভারতের পেট্রাপোল বন্দরে চালকদের নির্যাতন বন্ধসহ ১২ দফা দাবিতে সোমবার সকাল থেকে তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগ এবং বৃহত্তর ফরিদপুরসহ ২১ জেলায় ধর্মঘট পালন করছেন। বেনাপোল বন্দরে অচলাবস্থা ॥ স্টাফ রিপোর্টার জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ডাকা পরিবহন ধর্মঘটের কারণে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করে। বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী জানান, পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত বেনাপোল বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে। এদিকে, ধর্মঘটের কারণে বেনাপোল বন্দরে প্রায় ৩ শতাধিক ট্রাক আমদানি পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল ও জরুরী অক্সিজেন ও পচনশীল বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। দ্রুত সমাধান না হলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। বেনাপোল চেকপোর্স্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুমীর আহম্মেদ জানান, পরিবহন ধর্মঘটে বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারত থেকে আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
×