ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিন

প্রকাশিত: ০৫:৪২, ২৩ জানুয়ারি ২০১৭

বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয়দিন বৃষ্টিতে ভেসে গেল। দিনটিতে একটি বলও মাঠে গড়াল না। পরিত্যক্ত হয়ে গেল। দ্বিতীয়দিন খেলা হয়েছিল ৭১ ওভার। ১৯ ওভার খেলা হয়নি। সেটিও বৃষ্টির জন্যই। সেই যে দ্বিতীয়দিন শেষ বেলায় বৃষ্টি শুরু হয়েছে, তা তৃতীয়দিন পর্যন্তও টিকল। বাংলাদেশ সময় সকাল নয়টায় আম্পায়াররা খেলা আর হবে না বুঝতে পেরে দিনটি পরিত্যক্ত ঘোষণা করেন। আজ আধাঘণ্টা এগিয়ে এনে বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় চতুর্থদিনের খেলা শুরু হবে। দ্বিতীয়দিন পর্যন্ত বাংলাদেশ ২৯ রানে এগিয়ে ছিল। প্রথমদিন ২৮৯ রান করে অলআউট হয়েছিল বাংলাদেশ। দিনের আরও ৬ ওভারের মতো বাকি ছিল। কিন্তু বাংলাদেশ অলআউট হতেই দিন শেষ করে দেন আম্পায়াররা। দ্বিতীয়দিন নিউজিল্যান্ড যখন ৭ উইকেট হারিয়ে ৭১ ওভারে ২৬০ রান করেছে, এমন সময় বৃষ্টি আসে। আর বল মাঠে গড়ায়নি। ১৯ ওভার আগেই দ্বিতীয়দিনের খেলা শেষ হয়েছে। তৃতীয়দিনেতো একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয়দিন শেষে যখন চাপে পড়ে নিউজিল্যান্ড, তখন বাংলাদেশ ক্রিকেটাররা যেন ম্যাচ থেকে জয় বের করে আনার স্বপ্ন দেখে। বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ তা বলেছেনও, ‘এই টেস্টে জেতার সামর্থ্য রাখি আমরা। যদি দ্রুত নিউজিল্যান্ডের বাকি ৩ উইকেট ফেলে দিতে পারি। এরপর যদি ব্যাটসম্যানরা ভাল করে। আমরা দেশের মাটিতে সর্বশেষ টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছি। ভাল পারফর্ম করে আমরা এই টেস্টটাও জিততে পারি। সেই সামর্থ্য আমাদের আছে।’ কিন্তু তৃতীয়দিনের খেলা ভেস্তে যাওয়ায় জয়ের সম্ভাবনাও যেন হারিয়ে গেল। এখন ড্র’র লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান যেমন বলেছেন, ‘এ অবস্থায় ম্যাচটা ড্র করাটা আমাদের প্রথম টার্গেট থাকবে।’ এখনও অবশ্য ভাল কিছুর আশা শেষ হয়ে যায়নি। সোহান তাই বোঝালেন, ‘টেস্টের আরও দুইদিন বাকি আছে। দল ভাল খেলতে পারলে ইনশাআল্লাহ ভাল ফল হবে। দুইদিনে অনেক কিছুই সম্ভব। আমরা অন্তত ইতিবাচকভাবেই চিন্তা করছি।’ ক্রাইস্টচার্চে টেস্ট ক্যারিয়ার শুরু করেন সোহান। তিনি মনে করেন, ‘আমাদের কন্ডিশনের চেয়ে এখানে উইকেট একটু ভিন্ন।’ স্বাভাবিক খেলা খেললে রানও যে করা সম্ভব, তা বুঝেছেন সোহান। প্রথম ইনিংসে ৪৭ রান করা সোহান তাই বলেছেন, ‘স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। একটু দেখেশুনে খেলার ইচ্ছা ছিল, যেন সময় নিয়ে খেলতে পারি। অভিষেক টেস্টটা আল্লাহর রহমতে ভালই হচ্ছে।’ দ্বিতীয় টেস্টের দুইদিন বাকি আছে। এই দুইদিনে যা করার ব্যাটসম্যানদের করতে হবে। ব্যাটসম্যানরা উইকেট আঁকড়ে থেকে রান করতে পারলে অন্তত ড্র নিশ্চিত। এরপর বোলাররা ভাল করতে পারলে আরও ভাল কিছু হতে পারে। আর ব্যাটসম্যানরা খারাপ করলে টেস্টটি থেকে খারাপ কিছুই মিলে যেতে পারে। এখন দেখা যাক, বাকি দুইদিনে কি হয়।
×