ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৫, ২২ জানুয়ারি ২০১৭

আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচন নির্ধারিত সময়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই হবে। নির্বাচনে অংশ না নিয়ে বিএনপির সামনে কোন বিকল্প থাকবে না। সাহস থাকলে বিএনপি ২০১৯ সালের নির্বাচনে অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করুক। উত্তরাঞ্চলের শীতার্ত দুস্থ মানুষদের মাঝে ১৪ দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে তিনি শনিবার বিকেলে বগুড়ার শেরপুরে শীতবস্ত্র বিতরণ ও পরে রাতে বগুড়া সার্কিট হাউসে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দলের মূল দায়িত্ব দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ১৪ দলের নেতৃবৃন্দ তাই উত্তরের শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী নিয়েছে। বগুড়ায় শীতবস্ত্র বিতরণ শেষে তারা রংপুরে যাবেন। তিন বছর আগে বিএনপি-জামায়াত জোটের জ্বালাও-পোড়াও আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ভেবেছিল জামায়াতকে নিয়ে মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াও করে নির্বাচন বন্ধ করা যাবে। কিন্তু জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করায় আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠন করে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, গ্রামে গ্রামে বিদ্যুত পৌঁছে গেছে। মানুষ শান্তিতে রয়েছে। শেখ হাসিনার সাহস ও যোগ্য নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনা দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করছেন। জঙ্গী দমনে সরকার যে সফলতা দেখিয়েছে তা আজ বিশ্ব নেতৃবৃন্দের কাছে দেশের সুনাম এনে দিয়েছে। তিনি আগামী নির্বাচন ও বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে বলেন, হুমকি দিয়ে কোন লাভ হবে না। সাহস থাকলে বিএনপি আন্দোলন করুক। আন্দোলন করতে হলে সাহস ও রাস্তায় থাকতে হয়। আন্দোলনের হুমকি না দিয়ে তিনি বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়ে বলেন, আওয়ামী লীগ ১৪ দলকে নিয়ে আগামী নির্বাচনে মাঠে থাকবে। জনগণ আর জ্বালাও-পোড়াও, হাওয়া ভবনের দুর্নীতির আখড়া ও জঙ্গীবাদের উত্থান চায় না। চায় শান্তি। জনগণ এর প্রমাণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকাকে বিজয়ী করে দেখিয়েছে। ২০১৯ সালের প্রথম দিকে আগামী নির্বাচনের আভাস দিয়ে বলেন, ওই নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই হবে। এ প্রসঙ্গে তিনি বিশ্বের বৃহৎ দেশগুলোর উদাহরণ দিয়ে বলেন, খালেদা জিয়ার কারণেই তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়েছিল। তাই আগামীতে শেখ হাসিনার অধীনে নির্বাচন ছাড়া বিএনপির বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোন ভুল ও অন্যায় সহ্য করা হবে না। জনগণের কষ্ট হয় এমন কিছুও শেখ হাসিনা মেনে নেবেন না। আগামী নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের একসঙ্গে জনগণকে নিয়ে কাজ করার আহ্বান জানান। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় আরও উপস্থিত ছিলেনÑ বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক আতা উল্লাহ খান, রেজা রশীদ খান, জাসদের যুগ্ম-সম্পাদক রোকনুজ্জামান, গণতন্ত্রী পার্টির মিনহাজ উদ্দিন সেলিম, সাম্যবাদী দলের বীরেন সাহা, ওয়ার্কার্স পার্টির আব্দুর রাজ্জাক, বগুড়া যুগ্ম-সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতাসহ অন্য নেতৃবৃন্দ। এর আগে বিকেলে ১৪ দলের নেতৃবৃন্দকে নিয়ে মোহাম্মদ নাসিম শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে বক্তব্য রাখেন। এখানে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম মোহনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×