ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি মার্কেটের ধ্বংসাবশেষ অপসারণ সম্পন্ন

প্রকাশিত: ০৫:৫৪, ২১ জানুয়ারি ২০১৭

ডিএনসিসি মার্কেটের ধ্বংসাবশেষ  অপসারণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ ডিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের যৌথ প্রচেষ্টায় ১৩ দিন পর অবশেষে গুলশান-১-এর ডিএনসিসি মার্কেট কাঁচাবাজারের ধ্বংসাবশেষ ও বর্জ্য অপসারণের কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর ১টায় বিধ্বস্ত মার্কেটের দোকান মালিক, সাংবাদিকবৃন্দ, ডিএনসিসির কর্মীবাহিনী, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ এবং উৎসুক জনতার উপস্থিতিতে ডিএনসিসির মেয়র আনিসুল হক ধ্বংসাবশেষ অপসারণ সম্পন্ন হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। ৩ জানুয়ারি গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে ধসে পড়ে গুলশান-১-এর ডিএনসিসি কাঁচাবাজার। টানা তিনদিন পর আগুন নিয়ন্ত্রণে এলে অপসারণের কাজ চালু হয়। ১৮ জানুয়ারি দুপুর নাগাদ ধ্বংসাবশেষ অপসারণের কাজ শেষ হয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সহায়তায় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল মোঃ সাঈদ আনোয়ারুল ইসলামের তত্ত্বাবধানে যান্ত্রিক প্রকৌশল বিভাগ লে. কর্নেল এম এম সাবের সুলতানের নেতৃত্বে প্রায় ১৯ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত তিনতলা মার্কেটটির আনুমানিক ৬ হাজার টন রড ও কংক্রিটের ধ্বংসাবশেষ এবং অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়। অগ্নিকা-ের দিন বিকেল নাগাদ দমকল বাহিনীর পাশাপাশি ডিএনসিসির তিনটি পানির বাউজার নিয়োজিত করা হয়। এছাড়া, অগ্নিনির্বাপণের জন্য যান্ত্রিক বহরে যুক্ত হয় ২টি পে-লোডার, ১টি ব্যাক-হো, ২টি টাওয়ার লাইট ও ১টি ট্রাকটর। এরপর আগুন নিয়ন্ত্রণে আসার পর আরও ১টি এক্সক্যাভেটর ও ৬টি ডাম্পট্রাক কংক্রিটের ধ্বংসাবশেষ ভাঙ্গা ও বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত করা হয়। পরবর্তীতে আরও ১৯টি ডাম্পট্রাক ও ৬টি গ্যাসকাটার এ কাজে যুক্ত হয়।
×