ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌরভ-ডালমিয়াদের নামে স্ট্যান্ড ইডেনে

প্রকাশিত: ১৯:৪৪, ২০ জানুয়ারি ২০১৭

সৌরভ-ডালমিয়াদের নামে স্ট্যান্ড ইডেনে

অনলাইন ডেস্ক ॥ ইডেনের গ্যালারির ছ’টি স্ট্যান্ড বাংলার চার প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট ও দুই প্রাক্তন ভারতীয় অধিনায়কের নামে করার অনুমতি দিল সেনাবাহিনী। এ দিনই সেনার এই অনুমতি পেল সিএবি। রাতে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সরকারি ঘোষণা করে বলেন, ‘‘প্রায় ছ’মাস লেগে গেল অনুমতি পেতে। এ বার অন্যান্য স্টেডিয়ামের মতো ইডেনের স্ট্যান্ডের নামকরণে কোনও বাধা রইল না।’’ ছ’টি স্ট্যান্ড হতে চলেছে প্রাক্তন বোর্ড প্রধান জগমোহন ডালমিয়া, বিশ্বনাথ দত্ত, এএন ঘোষ, জেসি মুখোপাধ্যায় এবং প্রাক্তন ভারত অধিনায়ক পঙ্কজ রায় ও সৌরভের নামে। সৌরভ যদিও চান না, এখনই তাঁর নামে স্ট্যান্ড হোক। এ দিন তিনি বলেন, ‘‘আমি সিএবি প্রেসিডেন্ট পদে রয়েছি বলে আমার নামে স্ট্যান্ড করতে বারণ করেছি। তবে সিএবি ওয়ার্কিং কমিটি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কমিটির সদস্যরা যা ভাল বুঝবেন, তাই হবে।’’ গত বছর ওয়ার্কিং কমিটির এক বৈঠকেই ইডেন স্ট্যান্ডের নাম বাংলার ক্রিকেটের বিশিষ্ট ব্যক্তিদের নামে করার সিদ্ধান্ত হয়। সেই বৈঠকেই এই নামগুলোরও প্রস্তাব দেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল বাংলা থেকে যাঁরা ভারতীয় বোর্ডের সর্বোচ্চ আসনে ছিলেন ও যাঁরা জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের নামে গ্যালারির নাম দেওয়া হবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেমন সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, বিজয় মার্চেন্টের নামে স্ট্যান্ড রয়েছে। সেই বৈঠকে সৌরভের নাম প্রস্তাব করেছিলেন সিএবি-র বিদায়ী কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। বৈঠকে সরকারি ভাবে প্রস্তাব পাশ হওয়ার পরেই সেনাবাহিনীর কাছে অনুমতি চাওয়া হয়। সেই অনুমতি এত দিনে পাওয়া গেল। সিএবি-তে নতুন কমিটি গঠনের পরে এই কাজ শুরু হবে বলে সিএবি সূত্রের খবর। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×