ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় পর্বের টিকেট কেটেছেন কন্টে, ওজনিয়াকি, মাকারোভা, অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় পর্ব থেকেই রাদওয়ানস্কার বিদায়

সেরেনা-পিসকোভা-সিবুলকোভার জয়

প্রকাশিত: ০৪:০৮, ২০ জানুয়ারি ২০১৭

সেরেনা-পিসকোভা-সিবুলকোভার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন সেরেনা উইলিয়ামস, ক্যারোলিনা পিসকোভা, ক্যারোলিন ওজনিয়াকি, ক্যারোলিন গার্সিয়া, একাটেরিনা মাকারোভা, বারবোরা স্ট্রাইকোভা, জোহানা কন্টে এবং ডোমিনিকা সিবুলকোভা। বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডেই হতাশ করলেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার মিরজানা লুসিচ বারোনির কাছে সরাসরি সেটে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েন পোল্যান্ডের এই টেনিস তারকা। সুদীর্ঘ ক্যারিয়ারে ২২টি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন সেরেনা উইলিয়ামস। গত বছর উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়ে টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ ২২ গ্র্যান্ডসøাম জয়ী জার্মান কিংবদন্তি স্টেফিগ্রাফের রেকর্ডে ভাগ বসান তিনি। আর মাত্র একটি মেজর শিরোপা জিততে পারলেই স্টেফিকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড গড়বেন সেরেনা। আমেরিকান তারকাও ঠিক সেভাবে ছুটছেন। বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে লুসি সাফারোভাকে হারান তিনি। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সেরেনা এদিন ৬-৩ এবং ৬-৪ সেটে সাফারোভাকে পরাজিত করে তৃতীয় পর্বের টিকেট নিশ্চিত করেন। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও ধরে রাখতে চান তিনি। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত স্টেফিগ্রাফের স্বদেশী এ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তার। এবার কী পারবেন মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে স্টেফিগ্রাফকে ছাড়িয়ে যেতে? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। এদিকে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট শুরুর আগেই ব্রিসবেনে নিজেকে দারুণভাবে মেলে ধরেন ক্যারোলিনা পিসকোভা। ফ্রান্সের এ্যালিজ কোর্নেটকে হারিয়ে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন তিনি। যে কারণে ফেবারিট হয়েই অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নামেন তিনি। মেলবোর্নে শুরুটাও ঠিক সেভাবেই করেছেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। টানা দ্বিতীয় ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ক্যারোলিনা পিসকোভা ৬-০ ও ৬-২ সেটে রীতিমতো উড়িয়ে দেন রাশিয়ার আনা ব্লিনকোভাকে। ব্রিসবেনের পর অস্ট্রেলিয়ান ওপেনেও দুর্দান্ত পারফর্মেন্সে দারুণভাবে আত্মবিশ্বাস বাড়াচ্ছে পিসকোভাকে। এ প্রসঙ্গে ম্যাচ জয়ের পর তিনি বলেন, ‘টেনিস কোর্টে এখন দারুণ খেলতে পারছি। অনুভূতিটাও দুর্দান্ত। এ বছর ইতোমধ্যেই আমি অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছি। যে ম্যাচগুলোতে এখন পর্যন্ত কোন হার দেখেনি। তা তো অবশ্যই ভাল ব্যাপার। এগুলোই এখন আমাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলছে।’ পরের রাউন্ডে চেক তারকার প্রতিপক্ষ লাটভিয়ার ওস্টাপেঙ্কো। যিনি দ্বিতীয় পর্বে ৬-৩ ও ৬-১ সেটে কাজাখস্তানের জুলিয়া পুতিনসেভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকেট কাটেন। তবে প্রতিপক্ষ যে-ই হোক না কেন পরের ম্যাচটাকে বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন পিসকোভা। তার মতে, ‘প্রথম দুই ম্যাচের চেয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচ নিঃসন্দেহে কঠিন হবে। যদিও বা মানুষে বলাবলি শুরু করে দিয়েছেন যে আমি গ্র্যান্ডসøামও জিততে পারি। কিন্তু এটা তো কেবল তৃতীয় পর্ব; দেখি না শেষ পর্যন্ত কি ঘটে।’ এদিকে ডোমিনিকা সিবুলকোভা দ্বিতীয় পর্বে ৬-৪ ও ৭-৬ (১০/৮) সেটে হারিয়েছেন সু-উইকে। তৃতীয় পর্বে কানাডিয়ান তারকার প্রতিপক্ষ এখন একাটেরিনা মাকারোভা। দুর্দান্ত ফর্মে থাকা রাশিয়ার মাকারোভা সারা ইরানির বিপক্ষে ৬-২ এবং ৩-২ সেটে এগিয়ে থাকার পর প্রতিপক্ষ রিটায়ার্ড করলে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। তৃতীয় রাউন্ডের লড়াইটা যে তাদের জন্য বেশ কঠিন হবে তা অনুমিতই। লড়াই জমবে ক্যারোলিন ওজনিয়াকি এবং জোহানা কন্টেরও। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ওজনিয়াকি যে পরের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন গ্রেট ব্রিটেনের জোহানা কন্টেকে। দ্বিতীয় পর্বে ড্যানিশ টেনিস তারকা ওজনিয়াকি ৬-১ এবং ৬-৩ সেটে গুঁড়িয়ে দেন ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে। আর টুর্নামেন্টের নবম বাছাই কন্টে দ্বিতীয় পর্বে ৬-৪ এবং ৬-২ সেটে পরাজিত করেছেন জাপানের নাওমি ওসাকাকে। এছাড়া দ্বিতীয় পর্বের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভা জার্মানির আন্দ্রেয়া পেটকোভিচের বিপক্ষে জিতে পরের পর্বের টিকেট কাটেন। তবে সমর্থকদের হতাশায় ডুবিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। ক্রোয়েশিয়ার মিরজানা লুসিচ বারোনি দ্বিতীয় পর্বে ৬-৩ ও ৬-২ সেটে হারান রাদওয়ানস্কাকে। টুর্নামেন্টের হট ফেবারিটদের একজন রাদওয়ানস্কা। আর তাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে দারুণ রোমাঞ্চিত বারোনি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা বিস্ময়কর। অনেক আগে এখানে একটা কিংবা দুটি ম্যাচ জিতেছিলাম আমি। এই জয়ের অনুভূতিটা সত্যিই অবিশ্বাস্য রকমের।’
×