ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাঁতার থেকে বহিষ্কার তানিয়া

প্রকাশিত: ০৬:০৪, ১৮ জানুয়ারি ২০১৭

সাঁতার থেকে বহিষ্কার তানিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সাঁতার ফেডারেশনে টানা দুই কমিটির আমলে আট বছরে চার কর্মকর্তা বিভিন্ন মেয়াদে বহিষ্কার হয়েছেন। এবার বহিষ্কার হলেন সাবেক মহিলা সাঁতারু ও নির্বাহী কমিটির সদস্য মাহফুজা রহমান তানিয়া। জাতীয় ক্রীড়া পরিষদই এবার তানিয়ার বহিষ্কারাদেশ দিয়েছে। ইতোপূর্বে তিন কর্মকর্তার শাস্তি হয়েছে ফেডারেশনের গঠিত তদন্ত কমিটির মাধ্যমে। গত ১২ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়েছে, ‘মাহফুজা রহমান তানিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নির্বাহী কমিটির বর্তমান সদস্য পদের মনোনয়ন প্রত্যাহার ও বাতিল করা হলো এবং আগামী এক বছরের জন্য ফেডারেশনের যে কোন কমিটি, পরিষদে সদস্য, কাউন্সিলর হিসেবে তাকে অযোগ্য ঘোষণা করা হলো।’ গত সেপ্টেম্বরে মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতা চলাকালে জাতীয় ক্রীড়া পরিষদের মহিলা কর্মকর্তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অসদাচরণ করেছিলেন তানিয়া। মিরপুর সুইমিং কমপ্লেক্সের ওই প্রশাসক সাঁতার ফেডারেশনের সভাপতির কাছে অসদাচরণের বিচার চেয়ে লিখিত অভিযোগ দেন। একই সময় সাঁতার ফেডারেশনের সহসভাপতি আব্দুল মান্নান ও যুগ্ম সম্পাদক আমিরুল ইসলামও অভিযোগ দিয়েছিলেন তানিয়ার বিরুদ্ধে। কিন্তু ফেডারেশন ‘সতর্কতা’ ছাড়া কোন ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়েই অভিযোগকারীরা জাতীয় ক্রীড়া পরিষদের দ্বারস্থ হন। পরিষদের পরিচালক অর্থ মোঃ সহিদ উল্লাহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। শুনানি শেষে দোষী সাব্যস্ত হন তানিয়া। এই বহিষ্কারাদেশের ফলে তিনি আসন্ন নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে পারবেন না। কোচিং থেকে ভ্যান গালের অবসর স্পোর্টস রিপোর্টার ॥ তল্পিতল্পা গুছিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন লুইস ভ্যান গাল। ৬৫ বছর বয়সী এই ডাচ গ্রেট কোচিং ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক হল্যান্ড, বার্সিলোনা, বেয়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। ২০১৬ সালের মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের এফএ কাপ শিরোপা জয়ের পর ভ্যান গালকে বরখাস্ত করা হয়। তারপর থেকে আর কোন দলের হয়ে কাজ করেননি ভ্যান গাল। প্রায় আট মাস পর কোর্চিং ক্যারিয়ারেই ইতি টানার ঘোষণা দিলেন তিনি। ডাচ এক সংবাদপত্রকে ভ্যান গাল বলেন, আমি ভেবেছিলাম হয়তো আমার থামা উচিত। তখন আমি এটাকে একটি বিশ্রাম হিসেবে দেখেছিলাম। কিন্তু এখন আমি মনে করি না, আমি কোচিংয়ে ফিরব।
×