ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমপি লিটন হত্যা

রহস্য উদ্ঘাটিত হয়নি, আরও তিন জামায়াত নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৯, ১৭ জানুয়ারি ২০১৭

রহস্য উদ্ঘাটিত হয়নি, আরও তিন জামায়াত নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ জানুয়ারি ॥ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনার ১৭ দিন অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত হত্যার রহস্য উদঘাটিত হয়নি। এমপি লিটন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক ৩ ॥ এমপি লিটন হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জামায়াতের আরও তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি ও সোনারায় ইউনিয়নের রামভদ্র গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন হরিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি চর চরিতাবাড়ি গ্রামের মোঃ আলাউদ্দিন (৪৫), একই ওয়ার্ডের সাবেক সভাপতি রফাত উদ্দিন (৩৭) ও সোনারায় ইউনিয়নের রামভদ্র গ্রামের জামায়াতের কর্মী আল আমিন সরকার (৩৫)। এ নিয়ে মোট আটককৃতের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে। তাদের মধ্যে ৯ জনকে লিটন হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান জানান, লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইতোপূর্বে বিস্ফোরকদ্রব্য আইনে সুন্দরগঞ্জ থানায় মামলা রয়েছে। এমপি লিটন হত্যার প্রতিবাদে বিক্ষোভ ॥ লিটন হত্যার প্রতিবাদে সোমবার বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও শোকসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় অবিলম্বে হত্যাকারীদের বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, সদস্য দীপক কুমার বাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া, শিক্ষক মজিবর রহমান বাদশা, যুবলীগ নেতা নাদিম হোসেন, রাসেল আহম্মেদ, সাদেকুল ইসলাম দুলাল প্রমুখ।
×