ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় পর্বে মারে, বার্দিচ-নিশিকোরি-ইসনারের জয়

প্রকাশিত: ০৬:২৬, ১৭ জানুয়ারি ২০১৭

দ্বিতীয় পর্বে মারে, বার্দিচ-নিশিকোরি-ইসনারের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছেন এ্যান্ডি মারে। সোমবার টুর্নামেন্টের প্রথম দিনে গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা বিশ্ব টেনিস নাম্বার ওয়ান হিসেবে প্রথমবারের মতো কোন গ্র্যান্ড সøাম টুর্নামেন্ট খেলতে কোর্টে নামেন তিনি। তবে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে সরাসরি সেটে জিতলেও প্রথম দুই সেটে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়েন মারে। ইউক্রেনের ইলিয়া মার্চেঙ্কোর বিপক্ষে প্রথম সেটে ৭-৫ গেমের জয় পান মারে। দ্বিতীয় সেট তো সেটিকেও ছাড়িয়ে যায়। টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমে প্রতিপক্ষকে হারান তিনি। এরপরই যেন টনক নড়ে মারের। তৃতীয় সেটেই স্বরূপে ফেরেন গত বছরই অলিম্পিকের স্বর্ণপদক ধরে রেখে নতুন ইতিহাস গড়া এই টেনিস তারকা। ৬-২ গেমের দাপুটে জয় নিয়েই কোর্ট ছাড়েন ২৯ বছর বয়সী এই টেনিস আইকন। প্রতিপক্ষকে হারাতে তার সময় লাগে ২ ঘণ্টা ৪৬ মিনিট। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ এখন রাশিয়ার আন্দ্রে রুবলেভ। যিনি চাইনিজ তাইপের লু ইয়েন সুনকে ৪-৬, ৬-৩, ৭-৬ (৭-০), ৬-৩ গেমে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন। বছরের প্রথম গ্র্যান্ড সøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে গত কয়েক বছর ধরেই দুর্দান্ত। শুরু থেকে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েই ফাইনালে জায়গা করে নেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। শিরোপা জয়ের লড়াইয়েই প্রতিপক্ষের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি। যে কারণেই পাঁচবার ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পাননি মারে। তবে এবার অধরা ট্রফি জয় ভিন্ন কিছুই ভাবছেন না তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ১০৫তম আসরে সেই অপেক্ষার প্রহর শেষ হবে কিনা তা অনেক দূরের পথ! তবে শুরুটা ভালো করতে পেরে দারুণ সন্তুষ্ট মারে। মারে ছাড়াও অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন কেই নিশিকোরি, টমাস বার্দিচ, জন ইসনার এবং মারিন চিলিসের মতো তারকারা। টুর্নামেন্টের পঞ্চম বাছাই জাপানের কেই নিশিকোরি এদিন ৫-৭, ৬-১, ৬-৪, ৬-৭ এবং ৬-২ সেটে হারান রাশিয়ার আন্দ্রে কুজনেতসোভাকে। ক্রোয়েশিয়ার মারিন চিলিস ৪-৬, ৪-৬, ৬-২, ৬-২ এবং ৬-৩ সেটে পোল্যান্ডের জার্জি জানোউইজকে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন। জন ইসনারও কঠিন লড়াইয়ের পর ৬-৩, ৬-৪, ৬-৭ এবং ৬-১ সেটে হারান কোনস্ট্যান্টিন ক্রেভেচুককে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন। এছাড়াও প্রথম দিনেই কোর্টে নামেন টেনিসের সাবেক শীর্ষ তারকা রজার ফেদেরার। সুইস টেনিসের জীবন্ত কিংবদন্তির প্রথম রাউন্ডে প্রতিপক্ষ ছিলেন অস্ট্রিয়ার জার্গেন মেলজার। তবে টেনিস কোর্টে এক সময় রাজত্ব করলেও ফেড এক্সপ্রেস যেন ক্রমেই নিজেকে হারিয়ে ফেলেছেন। ২০১২ সালের পর আর কোন মেজর শিরোপা জিততে না পারাটাই তো তার বড় প্রমাণ। আজ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনে কোর্টে নামবেন রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। সাবেক শীর্ষ তারকার প্রতিপক্ষ জার্মানির ফ্লোরিয়ান মায়ার। আর বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচের ম্যাচটি শুরু হবে বেলা ২টায়। প্রতিপক্ষ স্প্যানিশ টেনিস তারকা ফার্নান্দো ভার্দেস্কো। গত বছর এ্যান্ডি মারেকে হারিয়ে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন সার্বিয়ান তারকা।
×