ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চারদিনের দেন দরবারে প্রেমের স্বীকৃতি

প্রকাশিত: ০৬:০১, ১৫ জানুয়ারি ২০১৭

চারদিনের দেন দরবারে প্রেমের স্বীকৃতি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ জানুয়ারি ॥ ধামইরহাটে ৪দিন ধরে দেন দরবারের পর অবশেষে প্রেমের স্বীকৃতি মিলল কলেছ ছাত্রী শাওনের। থানা ভবনে উভয়পক্ষের মাঝে সমঝোতার ভিত্তিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের আব্দুল কাদের মাস্টারের ছেলে জাকির হোসেনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে সিরাজগঞ্জ সদর উপজেলার রুপেরবেড় গ্রামের বেলাল হোসেনের মেয়ে শাওন খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৪ বছর ধরে সম্পর্ক চলার এক পর্যায়ে উভয়ের মাঝে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। শাওন খাতুন সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স গণিত বিষয়ের ৩য় বর্ষের ছাত্রী। জাকির হোসেন ঢাকায় একটি কোম্পানিতে চাকরিরত। দীর্ঘ প্রেমের একপর্যায়ে শাওন জাকিরকে বিয়ে করার জন্য চাপ দিলে সে বিয়ে করতে টালবাহনা করতে থাকে। এক পর্যায়ে গত ১১ জানুয়ারি শাওন একা বাড়ি থেকে বের হয়ে জাকির হোসেনের নিজ বাড়ি ধামইরহাটের বলরামপুর গ্রামে উপস্থিত হয়। সেখানে সে বিয়ের দাবিতে অনশন শুরু করে। জাকিরের পরিবার শাওনকে গ্রহণ না করায় সে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ও ইউপি সদস্য রিনা খাতুনের শরণাপন্ন হয়। প্রথমে রিনা খাতুন তাকে মারধর করে তাড়িয়ে দেয়। পরবর্তীতে ধামইরহাট থানায় শাওন বিষয়টি লিখিতভাবে অভিযোগ করলে থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন শনিবার দুপুরে মেয়ে ও ছেলে উভয় পক্ষকে থানায় ডেকে সমঝোতার চেষ্টা চালান। এক পর্যায়ে উভয় পক্ষের সম্মতিতে ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। সমঝোতা বৈঠকে ওসি (তদন্ত) সানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ ম-ল, ইউপি সদস্য রিনা খাতুনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছিলেন। আগাম নির্বাচনের কোন সুযোগ নেই ॥ এলজিআরডিমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪জানুয়ারি ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে আগাম নির্বাচনের কোন সুযোগ নেই, আগামী ২০১৯ সালে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে রাজনৈতিক দলগুলোর উচিত নিজের ঘর গুছিয়ে নেয়া। ফরিদপুরে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় কবি জসীম উদ্দীন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খন্দকার মোশাররফ বলেন, স্বাধীনতার আগে ও পঁচাত্তরের পরে একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপিড়ন সহ্য করতে হয়েছে বিশ্বের অন্য কোন রাজনৈতিক দলকে তা সহ্য করতে হয়নি। তারপরও আওয়ামী লীগ টিকে আছে তার নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী ও অকুতোভয় নেতানেত্রীর কারণে। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এস এম নূরুন্নবীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এস এম নূরুন্নবীকে স্মরণ করে মন্ত্রী বলেন, তিনি একটি প্রতিষ্ঠান ছিলেন, সকলের মণিকোঠায় তিনি স্থান করে নিয়েছিলেন, আদর্শ থেকে কখনও বিচ্যুত হননি। জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা সভাপতিত্ব করেন।
×