ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:০৮, ১৪ জানুয়ারি ২০১৭

পটুয়াখালীতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১৩ জানুয়ারি ॥ পটুয়াখালীত মাহবুব প্যাদা নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শহরের নিউমার্কেটের সামনের গেটে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে মাহবুব প্যাদাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসক মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। তবে বরিশাল নেয়ার পথে লেবুখালী ফেরিঘাটে মাহবুব মারা যায়। মাহবুব প্যাদা পটুয়াখালী কারিগারি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষের ছাত্র ছিল। সাভারে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, পেঁপে খাওয়াকে কেন্দ্র করে আশুলিয়ায় বাবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া পুলিশ অভিযুক্ত সাইদুর রহমানকে আটক করেছে। শুক্রবার সকালে আশুলিয়া থানার খেজুরটেক এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে খেজুরটেক এলাকার বাসিন্দা বাবুল হোসেনের ৫ ও ১০ বছর বয়সী দুই নাতি পার্শ্ববর্তী সাইদুর রহমানের পেঁপেবাগান থেকে না বলে গাছ থেকে পেঁপে ছিঁড়ে খায়। এ ঘটনাকে কেন্দ্র করে বাবুল ও সাইদুরের মধ্যে কথা কাটাকাটি হয়। সাইদুর একপর্যায়ে বাবুলকে ধাক্কা দিলে তিনি মাটিয়ে পড়ে যান। সাইদুর এরপর বাবুলের বুকের উপরে উঠে এলোপাতাড়ি ঘুষিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পঞ্চগড়ে গৃহবধূ স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, পঞ্চগড়ে জাহানারা বেগম (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার স্বামী শামীম হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত শামীম ওই এলাকার আমীর হোসেন কিসমতের ছেলে। জানা গেছে, প্রায় ১১ বছর আগে সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আমীর হোসেন কিসমতের ছেলে শামীম হোসেনের সঙ্গে পিটিআই এলাকার আব্দুর রহমানের মেয়ে জাহানারা বেগমের বিয়ে হয়। দাম্পত্য কলহে শামীম হোসেন তার স্ত্রীকে প্রায়ই মারধর ও মানসিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিনও স্ত্রী জাহানারা বেগমকে মারপিটের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ সময় তাদের সন্তানদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে জাহানারাকে মৃত দেখে শামীমকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহানারার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। চাঁদপুরে যুবক নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩০) যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় গুনরাজদী গ্রামের ঢালী বাড়ির সামনে ডাকাতিয়া নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায় পুলিশ।
×