ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেন সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন সেরেনা

এবার যদি কিছু করতে পারেন

প্রকাশিত: ০৪:২১, ১৩ জানুয়ারি ২০১৭

এবার যদি কিছু করতে পারেন

স্পোর্টস রিপোর্টার ॥ দোরগোড়ায় অস্ট্রেলিয়ান ওপেন। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট শুরুর আগে সবাই নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত। ব্যতিক্রম নন সেরেনা উইলিয়ামসও। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর সপ্তাহ খানিক আগেই মেলবোর্নে চলে গেছেন তিনি। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে এখন ঘাম ঝরাচ্ছেন সেখানে। সুদীর্ঘ ক্যারিয়ারে ২২টি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন সেরেনা উইলিয়ামস। শেষটি গত বছর উইম্বলডনে। যে টুর্নামেন্ট জিতেই জার্মান কিংবদন্তি স্টেফিগ্রাফের রেকর্ডে ভাগ বসান তিনি। দু’জনই এখন টেনিসের ওপেন যুগে সর্বোচ্চ গ্র্যান্ডসøাম জয়ের তালিকায় যৌথভাবে শীর্ষে। গত মৌসুমে সেই উইম্বলডন জয়ের পর আর কোন মেজর শিরোপা জিততে পারেননি সেরেনা। শুধু তাই নয়, বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ধরে রাখতে পারেননি তিনি। দীর্ঘদিন শীর্ষে থাকার রাজত্বও যে হারিয়ে ফেলেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। তাকে হটিয়ে সেই স্থান দখল করে নেন জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবার। তারপরও নুইয়ে পড়েননি সেরেনা উইলিয়ামস। নতুন উদ্যমে নতুন বছর শুরু করেন বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বারে থাকা সেরেনা উইলিয়ামস। অকল্যান্ড ক্লাসিক দিয়ে নতুন মৌসুম শুরু করেন তিনি। প্রথম পর্বের ম্যাচ জয় দিয়েই শুরু করেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই থেমে যেতে হয় তাকে। স্বদেশী মেডিসন ব্রেঞ্জেলের কাছে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব থেকেই বিদায় নিতে হয় সেরেনা উইলিয়ামসকে। যে কারণেই অস্ট্রেলিয়ান ওপেন তার কঠিন চ্যালেঞ্জ। তা উপলব্ধি করতে পেরেছেন কৃঞ্চকলি নিজেও। এক সপ্তাহ আগে থেকেই মেলবোর্নের অভিযান শুরু করেন তিনি। বড় বোন ভেনাস উইলিয়ামসকে নিয়ে সেরাটা ঢেলে দিতে প্রস্তুত হচ্ছেন সেরেনা। অস্ট্রেলিয়ান ওপেনে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ২০০৩ সালে এই টুর্নামেন্টের প্রথম শিরোপা জয়ের পর ২০১৫ সালে জিতেন শেষটি। গত বছরও ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু তার সামনে বাধা হয়ে দাঁড়ান এ্যাঞ্জেলিক কারবার। সেরেনাকে হারিয়েই ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান জার্মান তারকা। এবার কী পারবেন সেরেনা, বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট নিজের শোকেসে তুলতে? পারবেন কী স্টেফিগ্রাফকে ছাড়িয়ে ওপেন যুগে সর্বোচ্চ গ্র্যান্ডসøামের মালিক হতে? এমন প্রশ্নই তার ভক্ত-অনুরাগীদের মুখে মুখে। পারবেন কিনা তার উত্তর এখন সময়ের হাতে। তবে সেরেনা উইলিয়ামস দারুণ আশাবাদী। নতুন বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট নিজের করে নিতে।
×