ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর্মদিবসে ফুটপাতে হকার বসতে দেয়া হবে না: সাঈদ খোকন

প্রকাশিত: ২২:০১, ১১ জানুয়ারি ২০১৭

কর্মদিবসে ফুটপাতে হকার বসতে দেয়া হবে না: সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, সাপ্তাহিক কর্মদিবসে রাজধানী ঢাকার কোনো এলাকায় জনগণের চলাচলের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেয়া হবে না। অফিস ছুটির দেড় ঘণ্টা পর অবস্থানভেদে হকাররা ব্যবসা করতে পারবে। বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত হকার্স পুনর্বাসন ও হলিডে মার্কেট চালু প্রসঙ্গে হকারদের সঙ্গে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এছাড়া সিটি কর্পোরেশনের তৈরিকৃত হকার তালিকার মধ্যে যদি কেউ পেশা ছেড়ে চাকরি কিংবা বিদেশ যেতে আগ্রহী হয় সেক্ষেত্রে সিটি কর্পোরেশন সহযোগিতা করবে। খোকন বলেন, এ সিদ্ধান্ত আগামী রোববার থেকে কার্যকর হবে। যদি কোনো হকার এ সিদ্ধান্ত অমান্য করে তাহলে সিটি কর্পোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবে। মেয়র আরো বলেন, সিটি কর্পোরেশন যে ৫টি হলিডে মার্কেট চালু করেছে সেগুলো সপ্তাহে একদিন চালু থাকবে। তবে যেসব এলাকায় বড় বড় মার্কেটগুলো যে দিন বন্ধ থাকবে ওই এলাকায় ওইদিন হকাররা বসতে পারে কিনা সে বিষেয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডো বখতিয়াসহ পুলিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
×