ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সমাবেশ করতে দিতে ভয় পায় আওয়ামী লীগ ॥ মোশাররফ

প্রকাশিত: ০৮:৩৫, ১১ জানুয়ারি ২০১৭

সমাবেশ করতে দিতে ভয় পায় আওয়ামী লীগ ॥ মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ বিএনপিকে সমাবেশ করতে দিতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন- উপজেলার নাম পরিবর্তন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ড. মোশাররফ বলেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার ওয়ান-ইলেভেনের সরকারের মতো গণতন্ত্রকে বাক্সে বন্দী করেছে। এ কারণেই তারা ৫ জানুয়ারিতে বিএনপিকে কর্মসূচী পালন করতে দেয় না। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সরকার দেশে বিরাজনীতিকরণ এবং দুই নেত্রীকে মাইনাসের নামে এক নেত্রী খালেদা জিয়াকে মাইনাস করতে চেয়েছিল। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন প্রমুখ। উপজেলার নাম পরিবর্তন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত- রিজভী ॥ পিরোজপুর জেলার ‘জিয়ানগর‘ উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানি’ করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিএনপির মুখপাত্র বলেন, জিয়ানগর উপজেলা থেকে জিয়ানগর নামটি বাদ দেয়া আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ ও সকল মুক্তিযোদ্ধাকে অপমান করা। শুধু সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থাকার কারণেই এটি সরকারের আক্রমণের শিকার হয়েছে। আমরা সরকারের এই প্রতিহিংসামূলক সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জিয়ানগর নাম বদলের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
×