ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাঁচপুরে স্টিল মিলে আগুনের স্ফুলিঙ্গে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫০, ১১ জানুয়ারি ২০১৭

কাঁচপুরে স্টিল মিলে আগুনের স্ফুলিঙ্গে শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১০ জানুয়ারি ॥ সোনারগাঁয়ে কাঁচপুরে নয়াবাড়ি এলাকায় অবস্থিত রহিম স্টিলে আগুনের স্পার্কে (স্ফুলিঙ্গে) ইউসুফ মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানায়। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নয়াবাড়ি এলাকার রহিম স্টিলের ফার্নিস ওয়েল বিভাগে শ্রমিক ইউসুফ মিয়া মঙ্গলবার বিকেলে কাজ করার সময় হঠাৎ ম্যাগনেট থেকে আগুন ধরে যায়। এ সময় আগুনের স্ফুলিঙ্গে তার পুরো শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই শ্রমিক ইউসুফ মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সোনারগাঁ থানার এসআই কামাল হোসেন জানান, নিহত শ্রমিক ইউসুফ মিয়া ভোলা জেলার সুগল্লা থানার দক্ষিণ ইলিশা গ্রামের মৃত আজমত আলী ভূইয়ার ছেলে। এদিকে ঘটনার খবর পেয়ে সংবাদ কর্মীরা রহিম স্টিলের প্রধান ফটকের সামনে উপস্থিত হলে সংবাদকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেয়নি কর্র্তৃপক্ষ। এছাড়াও সংবাদকর্মীদের সঙ্গে অশোভন আচরণ করে প্রধান ফটকের নিরাপত্তা কর্মীরা। নিহতের চাচা আব্দুল খালেক অভিযোগ করে সাংবাদিকদের বলেন, রহিম স্টিলে এ বিভাগে এর আগেও একই রকমভাবে শ্রমিকদের গায়ে আগুল লেগে শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার প্রতিকার চাই। সোনারগাঁ থানার ওসি শাহ মঞ্জুর কাদের বলেন, রহিম স্টিল মিলে কাজ করা অবস্থায় ওই শ্রমিকের গায়ে আগুনের স্পার্ক (স্ফুলিঙ্গ) গায়ে পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। ওই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
×