ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি ॥ আরও দুই কর্মকর্তা রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫০, ১১ জানুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রীর  বিমানে ত্রুটি ॥  আরও দুই কর্মকর্তা রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির মামলায় নতুন করে গ্রেফতার হওয়া বিমানের দুই কর্মকর্তার ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত। ঢাকা মহানগর হাকিম নুরুনাহার ইয়াসমিন মঙ্গলবার তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃতরা হলেন- বিমানের ইঞ্জিনিয়ার অফিসার নাজমুল হক এবং জুনিয়র টেকনিশিয়ান শাহ আলম। গত সোমবার দু’জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মামলাটিতে ১১ জন গ্রেফতার হলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ইন্সপেক্টর মাহবুবুল আলম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড শুনানিকালে আসামিপক্ষে কোন আইনজীবী ছিলেন না। গ্রেফতার হওয়া অপর ৯ জনের মধ্যে ৭ জনকে দুই দফা ১৫ দিনের রিমান্ড শেষে গত ৮ জানুয়ারি তাদের কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি এ্যাসুরেন্স) এসএ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স এ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা সামিউল হক, লুৎফর রহমান, বিমল চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন। অপর ২ জন প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষে গত ৫ জানুয়ারি তাদের ফের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
×