ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসি গঠন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষ হচ্ছে কাল

প্রকাশিত: ০৮:২৪, ১০ জানুয়ারি ২০১৭

ইসি গঠন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষ হচ্ছে কাল

বিশেষ প্রতিনিধি ॥ নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ধারাবাহিক বৈঠক শেষ পর্যায়ে। আগামীকাল ১১ জানুয়ারি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের মাধ্যমে রাষ্ট্রপতির এই সিরিজ বৈঠক শেষ হতে পারে। সোমবার মোট চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি। দলগুলো হচ্ছে- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-আম্বিয়া), ইসলামী আন্দোলন ও বিকল্পধারা বাংলাদেশ। চারটি দলের সঙ্গে পৃথক বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং এক অপরের অভিমতকে শ্রদ্ধা জানানো গুরুত্বপূর্ণ। রাজনীতিতে স্পোর্টসম্যানশিপ স্পিরিট থাকতে হবে। তিনি বলেন, মত ও আদর্শের ভিন্নতা রয়েছে বলেই বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য থাকা উচিত। আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। বাসদের পাঁচটি প্রস্তাব ॥ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে ৫টি প্রস্তাব দিয়েছে বাসদের একাংশ। দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এ প্রস্তাবগুলো দেয়। বৈঠক থেকে বেরিয়ে খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, তার দল রাষ্ট্রপতিকে সংবিধানের ১১৮ অনুচ্ছেদের নির্দেশ অনুযায়ী আইনের বিধান প্রণয়ন করার পরামর্শ দিয়েছেন। জাসদের (আম্বিয়া) ৫ দফা প্রস্তাব ॥ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-আম্বিয়া)। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, নির্বাচন কমিশনের ধারাবাহিকতা অক্ষুণœ রেখে পর্যায়ক্রমে কমিশনের সদস্যদের নিয়োগ দেয়া। সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সংলাপ বিষয়ে এসব তথ্য জানান দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। ইসলামী আন্দোলনের সাত দফা প্রস্তাব ॥ নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সাত দফা প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন। এর মধ্যে অন্যতম প্রস্তাব হচ্ছে- অবসরপ্রাপ্ত কোন কর্মকর্তাকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার না করা। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে এসব তথ্য জানান দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
×