ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সানিয়া মির্জার অবনমন

প্রকাশিত: ০৬:৪৮, ১০ জানুয়ারি ২০১৭

সানিয়া মির্জার অবনমন

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের প্রথম টুর্নামেন্টে অংশগ্রহণ করেই চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। দুর্দান্ত খেলে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের শিরোপাও জিতেছেন তিনি। কিন্তু তারপরও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সানিয়া। যার সঙ্গে জুটি বেঁধে ব্রিসবেনে শিরোপা জয়ের স্বাদ পেলেন সেই বেথানি মাটেক স্যান্ডসের কাছেই শীর্ষস্থান হারালেন তিনি। শনিবার আমেরিকান তারকা বেথানি মাটেককে সঙ্গে নিয়ে সানিয়া মির্জা ৬-২ এবং ৬-৩ গেমে হারান রাশিয়ার একাটেরিনা মাকারোভা এবং এলিনা ভেসনিনা জুটিকে। গত বছর সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে ব্রিসবেনের শিরোপা জিতেছিলেন তিনি। যে কারণে এবারও ফেবারিটের তকমাটা গায়ে মাখান ছিল তার। শেষ পর্যন্ত শিরোপা জিতেই কোর্ট ছাড়লেন সানিয়া। কিন্তু ৯১ সপ্তাহ ডাবলসে শীর্ষে থাকার পর রাজত্ব হারাতে হয়েছে সানিয়া মির্জাকে। যা খুবই হতাশার। বেথানি মাটেকের কাছে মুকুট তুলে দেয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সানিয়া বলেন, ‘মনে হচ্ছে, বিশ্ব সুন্দরীর মুকুটটা আমি ওকে তুলে দিচ্ছি। আমার পার্টনার এবং বান্ধবীকে ধন্যবাদ। আমি মনে করি আমরা আরও অনেক সময় একসঙ্গে খেলব।’ তবে আপাতত বেথানি মাটেকের সঙ্গে এটাই সানিয়ার শেষ ম্যাচ। কারণ আগামী সপ্তাহ থেকেই শুরু হতে যাওয়া মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম অস্ট্রেলিয়ান ওপেনে জুটি বদলাবেন তিনি। মেলবোর্নে চেকপ্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভার সঙ্গে জুটি বাঁধবেন ভারতীয় টেনিসের এই গ্ল্যামারগার্ল। বারবোরা স্ট্রাইকোভা এখন দারুণ ফর্মে। সোমবার সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টও জয় দিয়ে মিশন শুরু করেছেন তিনি। মহিলা এককে প্রথম রাউন্ডের ম্যাচে চেক তারকা ৬-৩ এবং ৭-৫ সেটে হারান রাশিয়ার একাটেরিনা মাকারোভাকে। তাই সানিয়া মির্জার সঙ্গে জুটিটা যে জমবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
×