ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাশরাফির অবসর গুঞ্জন উড়িয়ে দিল বিসিবি

প্রকাশিত: ০৬:৪৫, ১০ জানুয়ারি ২০১৭

মাশরাফির অবসর গুঞ্জন উড়িয়ে দিল বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডের পর টি২০ সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। ইনজুরির পর মাশরাফির অবসর নিয়েও একটা গুঞ্জন তৈরি হয়েছে। তবে ইনজুরির চেয়ে দলের পরাজয় নিয়েই বেশি হতাশ তিনি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার সংবাদ সম্মেলনে মাশরাফির অবসর গুঞ্জন উড়িয়ে দিলেন। দীর্ঘদিন পর আবার ইনজুরিতে পড়েছেন সীমিত ওভারে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরেছে। ৪ থেকে ৬ সপ্তাহ সে কারণে মাঠের বাইরে থাকতে হবে তাকে। ওয়ানডে ও টি২০ দলের হয়ে খেলা যেসব ক্রিকেটাররা টেস্ট দলে নেই তারা দেশে ফিরে আসলেও মাশরাফি ফিরছেন না। তিনি অকল্যান্ডে ডাক্তার দেখিয়ে স্ত্রী-সন্তানসহ অস্ট্রেলিয়ায় যাবেন। সিডনিতে থাকবেন কিছুদিন। শুভাগত হোম, তানভির হায়দার, মোসাদ্দেক হোসেন সৈকত ও এবাদত হোসেন দেশে ফেরার ফ্লাইট ধরেছেন সোমবার সকালে মাউন্ট মঙ্গানুই থেকে। অধিনায়ক মাশরাফি মাউন্ট মঙ্গানুই থেকে সরাসরি অকল্যান্ড গেছেন। সেখানে হাতের কব্জির জন্য ডাক্তার দেখিয়ে তারপর স্ত্রী সন্তানসহ অবকাশ যাপন করতে অস্ট্রেলিয়ার সিডনি চলে যাবেন। নিজের ইনজুরিটা নিয়ে অবশ্য খুব বেশি আফসোস নেই মাশরাফির কণ্ঠে। তিনি বলেন, ‘বোলিংটা একটু ভাল করলে ১৭০ রানের আশেপাশে আটকে রাখা যেত। ক্যাচগুলো মিস না হলে কিছুক্ষণের জন্য হলেও ওদের মোমেন্টাম থমকে যেত। আর ব্যাটিংয়েও চান্স ছিল। ৮ ওভারে ৮০ রান, এ রকম একটা শুরুর পর শুধু ধরে রাখার ব্যাপার। আবারও আমরা পারলাম না।’ ব্যাটসম্যানদের সামগ্রিক ব্যর্থতা তো আছেই। এর সঙ্গে নিউজিল্যান্ড স্পিনারদের কাছে উইকেট দেয়া নিয়ে হতাশা মাশরাফির কণ্ঠে। তিনি বলেন, ‘দ্বিতীয় ওয়ানডেতে উইলিয়ামসন তিনটা উইকেট নিয়ে নিল। এখানে আগের ম্যাচে নিল দুটি। জিতান প্যাটেল এসে ভাল করল, ইস সোধি করল। অথচ ওদের খুব ভালভাবেই সামলানো উচিত ছিল আমাদের।’ সীমিত ওভারে টানা ৬ ম্যাচ হারতে হয়েছে। সে কারণে হতাশা কোনভাবেই যাচ্ছে না মাশরাফির। তিনি বলেন, ‘অন্তত একটি ওয়ানডে ও একটি টি২০ আমাদের জেতা উচিত ছিল। আর সেটি জিতলে হয়ত সিরিজও জিততে পারতাম। দ্বিতীয় ওয়ানডেতে যদি আমরা জিততে পারতাম, তাহলে পুরো সিরিজ অন্যরকম হতে পারত। নিউজিল্যান্ডে এসে কোন দলই ভাল করে না। তবে আমরা চেয়েছিলাম যদি সুযোগ সৃষ্টি করতে পারি, সেটা নেব। কিন্তু বারবার সুযোগ পেয়েও হাতছাড়া করেছি।’ দলের পরাজয়ে হতাশায় গুঞ্জন উঠেছিল মাশরাফি সিদ্ধান্ত নিচ্ছেন অবসর নেয়ার। কিন্তু এ বিষয়ে সোমবার পাপন বললেন, ‘আমার সাথে এমন কোন কথা হয়নি। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ওখানে বসে কেন করবে। আমি বলেছি, বাংলাদেশে এসে সিদ্ধান্ত নিতে। সে অনুযায়ী আমি আজকেও (সোমবার) মাশরাফিকে ফোন দিয়েছি। ও বলেছে, আমি যদি এমন কিছু করি তাহলে আপনার কাছে না বলে করব? এটাই হলো সত্যি কথা। মাশরাফি আমাকে অবসরের ব্যাপারে কখনই কিছু বলেনি। গতকাল (রবিবার) সিইও আমাকে বলেছে এখানে সবাই কানাঘুষা করছে মাশরাফি নাকি টি২০ থেকে অবসর নিয়ে নিবে। তখন তাকে বলেছি, যদি সে অবসর নেয় ওখানে কেন, এখানে এসে নেবে। আর মাশরাফি যদি অবসর নেয় এটা তার সিদ্ধান্ত। আমাদের এমন কিছু জানায়নি।’
×