ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুবি উপাচার্যের বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ০৬:৩৪, ১০ জানুয়ারি ২০১৭

খুবি উপাচার্যের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের সফল উপাচার্য হিসেবে চার বছরের মেয়াদ সফলভাবে সম্পন্ন করে সকলের শ্রদ্ধা ভালবাসা সংবর্ধনা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। এর আগে সোমবার সকাল থেকেই তাকে শুভেচ্ছা জানাতে আসা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শুভাকাক্সক্ষী মহলের ভিড় বাড়তে থাকে। সকাল ১০টায় কর্মব্যস্ততার মধ্যেও পূর্বনির্ধারিত কর্মসূচীতে তিনি যোগ দেন। এরপর সকাল ১১টায় ডিন, পরিচালক, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দের সঙ্গে মিলিত হন। দুপুর ১২টায় কর্মকর্তা এবং এর পরপরই কর্মচারীরা সংবর্ধনা জ্ঞাপন করেন। এ সময় বিদায়ী উপাচার্য বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার চিরকাল আত্মিক সম্পর্ক থাকবে। এ বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি ও উন্নতি সুনাম ভাবমূর্তি সবকিছুই আমাকে আনন্দিত করবে। ট্রেজারার খান আতিয়ার রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিপু সুলতান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক খান মোঃ অলিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আলী আকবর, উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র ম-ল এবং কর্মচারীদের মধ্যে মোস্তফা আল মামুন প্রবাল, অমিতাভ মিস্ত্রি, রমা দাস, আব্দুল কাদের, রবিউল ইসলাম বক্তব্য রাখেন। অধ্যক্ষের বাড়িতে ডাকাতি ॥ শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারী উপজেলার যাদুরচর ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মানববন্ধন করিয়েছেন অধ্যক্ষ। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষামন্ত্রীর আদেশ অমান্য করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১১টায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঘণ্টাব্যাপী কর্তিমারী বাজার ডিসি রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আবুল হাশেম, কর্তিমারী বাজার বণিক সমিতির সভাপতি লিয়াকত আলী, কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, মহিউস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ শহীদ মাসউদ আহমেদ। বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাত ৩টার দিকে অধ্যক্ষ রফিকুল ইসলামের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে।
×