ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরেকটু সময় নেবেন মিসবাহ

প্রকাশিত: ০৬:০৮, ৯ জানুয়ারি ২০১৭

আরেকটু সময় নেবেন মিসবাহ

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে পাকিস্তান ‘৩-০’তে হোয়াইটওয়াশ হওয়ার প্রশ্নটা আরও জোরালো হয়েছে, অধিনায়ক মিসবাহ-উল হক কি আসলেই অবসর নিতে যাচ্ছেন? টানা দুই হারে এক ম্যাচ আগে সিরিজ খোয়ানোর পর তিনি নিজেই তেমন ইঙ্গিত দিয়েছিলেন। শীঘ্রই যেহেতু টেস্ট সিরিজ নেই, এখন তাই সিদ্ধান্তের জন্য সময় নিতে চান মিসবাহ, বলেন ‘ভবিষ্যত সম্পর্কে বলতে গেলে একটা কথাই বলব, সিদ্ধান্ত নিতে এখনও কিছু সময় বাকি আছে। আমিরাতে উইন্ডিজ সিরিজ, এরপর নিউজিল্যান্ড হয়ে অস্ট্রেলিয়াÑ টানা ক্রিকেটের মধ্যে আছি। আপাতত দেশে ফিরে বিশ্রাম নেব। এ সময় ওয়ানডে সিরিজ আছে। ধীরে সুস্থে ভেবে তবেই সিদ্ধান্ত নেব।’ বলেন তিনি। অস্ট্রেলিয়ায় টেস্ট শেষে আজহার আলির নেতৃত্বে পাকিস্তান এখন ওয়ানডের জন্য প্রস্তুত হচ্ছে। শুক্রবার ব্রিসবেনে প্রথম ম্যাচ দিয়ে শুরু পাঁচ ওয়ানডের দ্বৈরথ। আগামী মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে টেস্ট ম্যাচ নেই। সে কারণেই ৪২ বছর বয়সী মিসবাহ মনে করছেন, সিদ্ধান্ত নেয়ার জন্য তার হাতে কিছুটা সময় বাকি আছে। টেস্টের পাশাপশি পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডেরও অধিনায়ক তিনি। পরিবার-পরিজন, পাকিস্তান বোর্ডের (পিসিবি) সঙ্গে আলাপ করে সর্বোপরি সবকিছু ভেবেই অবসরের সিদ্ধান্ত নিতে চান। সিডনি টেস্ট হেরে অস্ট্রেলিয়ার কাছে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ হয়েছে পাকিস্তান। টানা ছয় টেস্টে ভরাডুবির পর র‌্যাঙ্কিংয়ে তিন থেকে পাঁচে নেমে গেছে। ১৯৯৯-২০০০ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টানা চার সিরিজে ‘হোয়াইটওয়াশ’, হার টানা ১২ টেস্টে। সফরে ব্যাট হাতে ব্যর্থ মিসবাহ করেছেন মাত্র ৪, ৫, ১১ ০, ১৮ ও ৩৮ রান। মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে হারের পর দ্রুত অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সিরিজ শেষে অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। অস্ট্রেলিয়ায় ভরাডুবির আগে নিউজিল্যান্ডে ‘২-০’তে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। অভিজ্ঞ মিসবাহ বলেন, ‘ক্রিকেটে আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি নিয়মিত রান পায় ও দলকে একটি ভাল শুরু এনে দেয়, তাহলে কাজটা সহজ হয়ে যায়। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুইদেশেই আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছি। আত্মবিশ্বাসের ঘাটতি শেষ পর্যন্ত বাজে প্রভাব ফেলেছে।’ মিসবাহর অবসর নেয়া উচিত কি নাÑ এ নিয়ে পাকিস্তানে বিতর্ক চলছে। দুই সাবেক তারকা রমিজ রাজা ও ওয়াসিম আকরাম মনে করেন, ৪৩ বছরে পা রাখা মিসবাহর এখনই সরে যাওয়া উচিত, এবং এটাই বাস্তবতা।
×