ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মন্দিরে হামলা, ভাংচুর ইউপি চেয়ারম্যান আঁখি ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৪৪, ৯ জানুয়ারি ২০১৭

মন্দিরে হামলা, ভাংচুর ইউপি চেয়ারম্যান আঁখি ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলার নাসিরনগরে হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা এবং ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত হরিপুরের ইউপি চেয়ারম্যান দেওয়ান অতিকুর রহমান আঁখির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুরে আসামি আঁখিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফউদ্দিনের বিচারিক আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্তকারী কর্মকর্তারা জানান, তাকে জিজ্ঞাসাবাদ করলে সে দিনের ঘটনার অনেক কিছুই জানা যাবে। ৫ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ঢাকার ডিএমপির সদর দফতরে নিয়ে সিনিয়র পুলিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ জানায়, তা-বের দিন যেসব লোক নাসিরনগরে এসেছিল তাদের ট্রাকের ভাড়া পরিশোধ করে দেওয়ান আতিকুর রহমান আঁখি। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে ভাংচুর এবং পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় ৮টি পৃথক মামলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত নাসিরনগর সদরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদের মামলার পরবর্তী শুনানি ১০ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
×