ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তিন স্ক্রিনের ল্যাপটপ

প্রকাশিত: ০৫:৪৪, ৯ জানুয়ারি ২০১৭

তিন স্ক্রিনের ল্যাপটপ

এতদিন গেম খেলার কম্পিউটার তৈরির মধ্যে সীমাবদ্ধ ছিল রেজার কোম্পানি। তবে এবার কোম্পানিটি অন্যরূপে আবির্ভূত হতে যাচ্ছে। বিশ্বে প্রথমবারের মতো তিন স্ক্রিনের ল্যাপটপের ধারণা দিয়েছে রেজার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে এক প্রযুক্তিপণ্য প্রদর্শনী অনুষ্ঠানে এ ল্যাপটপের ধারণা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ভ্যালেরি প্রকল্পের অধীনে এ ল্যাপটপ তৈরি করছে তারা। অবশ্য এখনও এটি ধারণার পর্যায়ে থাকায় কবে নাগাদ এটি বাজারে ছাড়া হবে তা নিশ্চিত নয়। খবরে বলা হয়েছে, ল্যাপটপের মূল স্ক্রিনের সঙ্গে দুই পাশে দুটি স্ক্রিন সøাইড আকারে বের হবে। প্রতিটি স্ক্রিন ১৭ ইঞ্চি দৈর্ঘ্যরে হবে। ল্যাপটপটি ভাঁজ করার পর এটি দেড় ইঞ্চি পুরু হবে। রেজার কোম্পানির মুখপাত্র বলেন, আমরা মনে করছি তিন স্ক্রিনের ল্যাপটপ বাজার ধরতে পারবে আর আমরা গ্রাহকদের নতুন কিছু দিতে পারব। গেমিং বিশ্লেষক জোনাথান ওয়াগস্টাফ বলেন, এখন গেমাররা একটির বেশি মনিটর ব্যবহার করেন। যদিও এ মনিটর প্রচলিত নয়, তবুও এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মানুষ অবশ্যই এ ল্যাপটপ কিনবে। Ñটেক ক্রাঞ্চ অবলম্বনে
×