ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে শেষ হলো সতীর্থ ও ভক্ত সম্মেলন

প্রকাশিত: ০৩:৫১, ৯ জানুয়ারি ২০১৭

কক্সবাজারে শেষ হলো সতীর্থ ও ভক্ত সম্মেলন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলাদেশ হরিনাম প্রচার সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভুপাদ শ্রীল নিত্যানন্দ গোস্বামী নয়ন বলেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব। সবার সৃষ্টিকর্তাও এক। তাই মানুষ হিসেবে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ মানবসেবা সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অজয় দে সাধুর সভাপতিত্বে শনিবার রাতে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভার উদ্বোধন করেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা দুর্গাপুর চ-ীগড় মানব কল্যাণকামী অনাথালয়ের সভাপতি সুবল দে। ধর্মীয় আলোচক ছিলেন কিশোরগঞ্জ মানব কল্যাণকামী অনাথালয়ের উপদেষ্টা বৈঞ্চব প্রবর শ্রী ক্ষেত্র মোহন পাল, হ্নীলা শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আত্মানন্দ ব্রহ্মচারী এবং ব্রাহ্মণবাড়িয়া মানবসেবা সংঘের অজয় চন্দ্র রায়। পিকলু পাল ও মাস্টার প্রতীক কান্তি দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্যে রাখেনÑ বাবুল শর্মা, স্বপন পাল নাজির, প্রণব কান্তি দাশ, কাজল পাল, সুভাষ পাল, দীপক দাশ, সাংবাদিক বলরাম দাশ অনুপম, এ্যাডভোকেট বাপ্পী শর্মা, অমল কান্তি দে, কল্পনা রানী শর্মা, পরিতোষ দত্ত, সমীর কান্তি দে, ছোটন কান্তি দে, রন রুদ্র, নরূপ শীল, সুমন কান্তি শীল, শিবলু পাল, নয়ন দে প্রমুখ।
×