ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বৈতে শিরোপা জিতেই বছর শুরু সানিয়া মির্জার

অকল্যান্ডে লরেন ডেভিসের চমক

প্রকাশিত: ০৬:২৪, ৮ জানুয়ারি ২০১৭

অকল্যান্ডে লরেন ডেভিসের চমক

স্পোর্টস রিপোর্টার ॥ অকল্যান্ড ক্লাসিকে চমকে দিলেন আমেরিকান টেনিস খেলোয়াড় লরেন ডেভিস। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেই অকল্যান্ড ক্লাসিকের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। শনিবার শিরোপা জয়ের লড়াইয়ে লরেন ডেভিস সরাসরি সেটে হারান অষ্টম বাছাই এনা কোঞ্জুকে। প্রতিপক্ষকে ৬-৩ এবং ৬-১ সেটে হারিয়ে মৌসুমের প্রথম টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পান তিনি। এটাই তার ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ শিরোপা। টেনিসের সেরা সেরা তারকা খেলোয়াড়রা অংশ নিয়েছেন অকল্যান্ডে। ছিলেন সেরেনা-ভেনাসের মতো সাবেক শীর্ষ তারকাও। কিন্তু তারকাদের কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। বরং অখ্যাত দুই খেলোয়াড়ই শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেন। আর শেষের হাসিটা হাসেন লরেন ডেভিস। বছরের শুরুতেই ক্যারিয়ারের প্রথম শিরোপা নিজের শোকেসে তুলে দারুণ রোমাঞ্চিত এই আমেরিকান টেনিস খেলোয়াড়। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই অনুভূতিটা অবিশ্বাস্য। ফেবারিট টুর্নামেন্টেই প্রথমবার চ্যাম্পিয়ন হলাম। এই অনুভূতিটা তো সত্যিই অন্যরকম। সত্যি বলতে গত কয়েক বছর ধরেই এমন একটি মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম।’ এদিকে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন সানিয়া মির্জা। বেথানি মাতেক স্যান্ডসকে সঙ্গে নিয়ে বছরের প্রথম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। শনিবার টুর্নামেন্টের দ্বৈতে তারা ৬-২ এবং ৬-৩ সেটে পরাজিত করেন এলিনা ভেসনিনা এবং একাটেরিনা মাকারোভা জুটিকে। দ্বৈতে সানিয়া মির্জাকে সঙ্গে নিয়ে ব্রিসবেনে শিরোপা জয়ের সৌজন্যে র‌্যাঙ্কিংয়েও বাজিমাত করেছেন বেথানি মাতেক স্যান্ডস। প্রথমবারের মতো দ্বৈতের শীর্ষে জায়গা করে নিবেন তিনি। ২০১০ সালের জুন মাসের পর এবারই প্রথম আমেরিকান হিসেবে দ্বৈতের শীর্ষে উঠলেন বেথানি মাতেক স্যান্ডস। তার আগে এই কীর্তিটা ছিল আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এবং তার বড় বোন ভেনাস উইলিয়ামস।
×