ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেষকৃত্যে আনন্দ ফুর্তি!

প্রকাশিত: ০৫:৪৬, ৮ জানুয়ারি ২০১৭

শেষকৃত্যে আনন্দ ফুর্তি!

বাবা মারা গেছেন। কিন্তু শেষকৃত্যে ঝরল না চোখের পানি। পরিবর্তে এ কী কা- করলেন ছেলে! একজন, দু’জন নয়, একেবারে পঞ্চাশ জন পোল ডান্সার, বিকিনি পরা সুন্দরীকে নিয়ে রীতিমতো সুসজ্জিত শবযাত্রা বের করলেন তিনি। ব্যাপারটা ঠিক কী? একটু ভেঙ্গে বলা যাক। তাইওয়ানের রাজনীতিক ও ছিয়াই কাউন্টি কাউন্সিলের সাবেক স্পীকার তুং সিয়াং ডিসেম্বরে মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। ছিয়াই কাউন্টিতে তুং সিয়াংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার। তুংয়ের ছেলে জানান, তার বাবার স্বপ্ন ছিল তার শেষকৃত্য যেন চিত্তাকর্ষক হয়। তুং এই স্বপ্ন পূরণ করেন বেশ ভিন্নভাবে। তিনি তার বাবার শবযাত্রায় ৫০ জন পোল ডান্সারকে হাজির করেন। সুসজ্জিত রংবেরঙের জীপে তাদের রাখা হয় মোহনীয় ভঙ্গিতে। শবযাত্রায় আরও ছিল ঢোল বাদক ও পতাকাধারীরা। এক পথচারী বলেন, ‘এই শবযাত্রা এতটাই আমোদপূর্ণ ছিল, যেমনটি আমি এর আগে কখনই দেখিনি।’ অবশ্য তাইওয়ান ও চীনের গ্রাম এলাকায় শবযাত্রায় আনন্দ ফুর্তি করা বিস্ময়করভাবে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনার অধ্যাপক মার্ক মস্কোউইটজ বলেন, তাইওয়ান ১৯৮০ এর দশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে উঠলে এটি জনপ্রিয় হয়। তিনি আরও বলেন, শবযাত্রায় কান্নাকাটি করার জন্য নারীদের ভাড়াও করা হয়। আর খোলামেলা পোশাকে পারফরমেন্স স্বাভাবিক হয়ে পড়ে ধীরে ধীরে। তবে শেষকৃত্যে পুরোপুরি নগ্ন হওয়ার ওপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে। -সিএনএন
×