ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাফ ফুটবল নিয়ে মামুনুলের ভাবনা

প্রকাশিত: ০৫:৫৩, ৭ জানুয়ারি ২০১৭

সাফ ফুটবল নিয়ে মামুনুলের ভাবনা

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য এখন থেকেই বাফুফের পরিকল্পনা হাতে নেয়া উচিত বলে মনে করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। তবে দল নির্বাচনে বেশি বাছাবাছির পক্ষে নন তিনি। এছাড়াও পুরুষ দলের ক্রমাগত ব্যর্থতার মধ্যে নারীদের সফলতা দেশের ফুটবলের জন্য ইতিবাচক বলে মনে করেন এই মিডফিল্ডার। ছেলেদের টানা ব্যর্থতা যদি হয় দেশের ফুটবলে অমানিশার অন্ধকার, তাহলে সেখানে দূরের বাতিঘর বলা যেতে পারে নারী ফুটবলারদের সাম্প্রতিক ফলাফল। যেটা শিক্ষণীয় হিসেবে নিতে পারলেও এখনও হাত গুটিয়ে বাফুফে। অথচ ঘরের মাঠে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আর বাকি নেই এক বছরও। জানুয়ারিতেই শুরু করার কথা জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প। যেখানে বেশকিছু ফুটবলারদের একত্রে প্রশিক্ষণ করিয়ে গঠন করা হবে জাতীয় দল। বাফুফের পক্ষ থেকে এমন ঘোষণা এলেও প্রক্রিয়া শুরুর কোন খবর নেই। এ প্রসঙ্গে মামুনুল বলেন, ‘পরিবর্তন করে আনা আবার বাদ দেয়া ঘুরে ফিরে এসব করলে বাংলাদেশ টিম আরও ক্ষতিগ্রস্ত হবে। ভুটানের সঙ্গে ম্যাচে পুরো টিমে পরিবর্তন। তাতে ফলাফল শূন্য। লীগে যারা ভাল খেলবে তাদের নিয়ে এখনই শুরু হওয়া উচিত।’ সদ্যই দেশের নারী ফুটবলের ইতিহাসে সেরা সাফল্য পেয়েছে সাবিনা-কৃষ্ণারা। ছেলেদের অব্যাহত বাজে ফলাফলের মধ্যে যা সৃষ্টি করেছে আশার সঞ্চার। যে বিষয়টিকে নারী বা পুরুষ আলাদাভাবে না দেখে ফুটবলের সামগ্রিক সফলতার কাতারেই দেখতে চান মামুনুল।
×