ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুনার দাম যখন পাঁচ কোটি!

প্রকাশিত: ২০:০৮, ৬ জানুয়ারি ২০১৭

টুনার দাম যখন পাঁচ কোটি!

অনলাইন ডেস্ক॥ জাপানের ‘টুনা রাজা’ নামে পরিচিত কিয়োসি কিমুরা একটি মাছ কিনে হৈচৈ ফেলে দিয়েছেন। কারণ মাছটি কিনতে তার খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। সেই সঙ্গে তিনি দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজারের বার্ষিক নিলামও জিতে নিয়েছেন। খবর এএফপি এর। কিয়োসি কিমুরা বৃহস্পতিবার জাপানের সুকিজি মাছের বাজারে নতুন বছরের প্রথম নিলামে ৭ কোটি ৪২ লাখ ইয়েনের বা ৬৩৬,০০০ ডলার দিয়ে ২১২ কেজি ওজনের একটি টুনা মাছ কিনেন। কিমুরা বলেন, ‘আমি বুঝতে পারছি যে আমি একটি ব্যয়বহুল কাজ করেছি। কিন্তু এই কাজটি করতে পেরে আমি খুব খুশি। কারণ আমি নিলামটি সফলভাবে জিততে পেরেছি। এটি ছিল ভালো আকৃতির একটি টুনা মাছ। কিমুরা আরো বলেন, ‘ আমাদের গ্রাহকদের জন্য আমি সব সময় চেষ্টা করি বাজারের সব থেকে ভালো পণ্যটি কিনতে। ’
×