ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যাত্রা শুরু করল ব্লু ইকোনমি সেল

প্রকাশিত: ০৮:১৭, ৬ জানুয়ারি ২০১৭

যাত্রা শুরু করল ব্লু ইকোনমি সেল

স্টাফ রিপোর্টার ॥ সমুদ্রসীমার সম্পদ আহরণে গতি আনতে যাত্রা শুরু করল ব্লু ইকোনমি সেল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজারে পেট্রোসেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সমুদ্র সম্পদ আহরণ, উন্নয়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় করবে তারা। ভারত এবং মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিজয়ের পরেও কার্যত সমুদ্রে সম্পদ আহরণে গতি আসেনি। সমুদ্রে খনিজ ছাড়ও মাছ ও পর্যটনের বহুমুখী সম্ভাবনা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বিপু বলেন, সমুদ্রে খনিজ সম্পদ অনুসন্ধান, খনন ও আহরণ করা একটি বড় ধরনের কারিগরি বিষয়। নির্দিষ্ট সময়ের মধ্যে বিজ্ঞানসম্মতভাবে এ কার্যক্রম পরিচালনা করা গুরুত্বপূর্ণ। ঠিকমতো অনুসন্ধান জরিপ করতে না পারলে জাতীয় সম্পদের বড় রকমের অপচয় হবে। আগামী দুই বছর সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০১৯ সালের আগেই সমুদ্র অর্থনীতিতে দৃশ্যমান অগ্রগতি আনতে হবে। সমুদ্র সম্পদের পরিমাণ ও সম্ভাবনা বিষয়ে এখনও অন্ধকারেই রয়েছে বাংলাদেশ। অথচ প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার বিরোধ নিষ্পত্তির পরপরই অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। ক্ষেত্র বিশেষ দেশ দুটি বড় রকমের সাফল্যের ঘোষণাও দিয়েছে। জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী উদ্বোধনীতে বলেন, সাগরে কী আছে তা এখনও আমরা ভালভাবে জানি না। আগে মানসম্পন্ন জরিপ কাজ পরিচালনা করতে হবে। সমুদ্র সম্পদ নিয়ে কাজ অনেক বাড়বে। এ সেলকে পরবর্তীকালে বিভাগ হিসেবে গঠন করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন পেট্রোবাংলা চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফয়েজউলাহ, বিপিসি চেয়ারম্যান আবু হেনা মোঃ মমিন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ও ব্লু ইকোনমি সেলের প্রধান প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে জানানো হয় প্রাথমিকভাবে ২৫ জন জনবল নিয়ে যাত্রা শুরু করেছে সেলটি। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও লোকবল নিয়োগ দেয়া হবে।
×