ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুর্নীতি মামলা

খালেদার বক্তব্য উপস্থাপন আবার পিছিয়েছে

প্রকাশিত: ০৭:৪৯, ৬ জানুয়ারি ২০১৭

খালেদার বক্তব্য উপস্থাপন আবার পিছিয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার সময়ের আবেদনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য উপস্থাপন আবারও পিছিয়ে গেছে। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার খালেদার বাকি বক্তব্য উপস্থাপনের জন্য ১২ জানুয়ারি নতুন তারিখ ঠিক করে দেন। ঢাকার বকশীবাজারে বিশেষ জজ আদালতের এই অস্থায়ী এজলাসে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলারও শুনানি চলছে। এ মামলায় রাষ্ট্রপক্ষের একজন সাক্ষীর সাক্ষ্য নতুন করে নেয়ার আবেদন করেছে আসামিপক্ষ, যা নিয়ে দুপুরের পর শুনানি হওয়ার কথা রয়েছে। এ দুই মামলার শুনানিতে হাজির হতে খালেদা আদালতে পৌঁছান বেলা সাড়ে ১১টার দিকে। প্রথমেই শুরু হয় চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম। তার পক্ষে আদালতে আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মাহাবুবউদ্দিন খোকন, আব্দুর রেজাক খান, এজে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়াসহ অন্যরা। দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল। গত ১ ডিসেম্বর এ মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থাপন শুরু করেন খালেদা। ওই ট্রাস্টের তিন কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চান তিনি। এরপর মামলার কার্যক্রম স্থগিতের জন্য হাইকোর্টে আবেদন করেন বিএনপির চেয়ারপার্সন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ॥ এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাত করার অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
×