ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফিরেছেন রস টেইলর ও ট্রেন্ট বোল্ট

শক্তিশালী টেস্ট দল ঘোষণা নিউজিল্যান্ডের

প্রকাশিত: ০৩:৫৭, ৬ জানুয়ারি ২০১৭

শক্তিশালী টেস্ট  দল ঘোষণা নিউজিল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গেল। তিন ম্যাচের টি২০ সিরিজও শেষের পথে। নির্ধারিত ওভারের সিরিজগুলোতে খেলতে পারেননি রস টেইলর। চোখের অপারেশন করানোয় নির্ধারিত ওভারে না খেললেও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঠিকই ফিরেছেন টেইলর। এমনকি পেসার ট্রেন্ট বোল্টও টেস্ট সিরিজে আছেন। বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টেস্ট দলই ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার দলটি ঘোষণা করে তারা। এখন চলছে টি২০ সিরিজ। রবিবার টি২০ সিরিজ শেষ হবে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। বাংলাদেশের বিপক্ষে ওয়েলিংটনে ১২ জানুয়ারি প্রথম টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। এরপর ক্রাইস্টচার্চে ২০ জানুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে। সম্প্রতি চোখে অস্ত্রোপচার করানো রস টেইলরকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ ছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। হাঁটুর ইনজুরির কারণে সর্বশেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি বোল্ট। তবে চোখে সমস্যা নিয়ে পাকিস্তানের বিপক্ষে দু’টেস্টেই খেলেছিলেন টেইলর। তাই গেল নবেম্বরে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষেই চোখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। ওই সিরিজ শেষে চোখে অস্ত্রোপচার করায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি টেইলর। এমনকি বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজেও নেই তিনি। তবে দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন ৭৮ টেস্ট খেলা টেইলর। তাই জাতীয় দলে ফেরার আগে নিজের চোখের অবস্থার পরীক্ষা করতে সম্প্রতি প্রথম শ্রেণীতে দু’টি টি২০ ম্যাচও খেলেছেন তিনি। দু’টি ম্যাচেই ব্যাট হাতে বড় স্কোর করেছেন টেইলর। প্রথমটিতে ৪১ বলে অপরাজিত ৮২ রান ও দ্বিতীয়টিতে ৫০ বলে ৮০ রান করেন এই ডান-হাতি ব্যাটসম্যান। টেইলরের এমন পারফর্মেন্সে খুশি হয়ে তাকে টেস্ট সিরিজের জন্য বিবেচনা করেছে নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসন। লারসন মহাখুশিও। বলেছেন, ‘রসের ফিরে আসাটা দারুণ এক ব্যাপার। তার রেকর্ডই বলে দেয় দলের জন্য কতটা প্রয়োজনীয় সে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টেও সেঞ্চুরি করেছিল রস। দীর্ঘদিন ধরেই টেস্ট দলের গুরুত্ব¡পূর্ণ সদস্য সে।’ নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড ॥ কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডিন ব্রাউনলি, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর ও নিল ওয়াগনার।
×