ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী নাহিদের ঈর্ষণীয় সাফল্য

প্রকাশিত: ০৩:৪৬, ৬ জানুয়ারি ২০১৭

প্রতিবন্ধী নাহিদের ঈর্ষণীয় সাফল্য

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেএসসি ফলাফল নিয়ে রাজশাহীর তানোর উপজেলার চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের আনন্দটা এবার ভিন্ন। বিদ্যালয় থেকে নাহিদ হাসান একমাত্র শিক্ষার্থী বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ পেয়ে সেরা হয়েছে। ওই বিদ্যালয় থেকে ৬০ পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে ৫৬ জন বিভিন্ন গ্রেডে পাস করে। একমাত্র শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে প্রতিবন্ধী নাহিদ হাসান। তার এ সাফল্য শুধু বিদ্যালয়েই নয়, আশপাশের গ্রামগুলোতেও আলোচিত। স্বাভাবিক ছেলেদের সঙ্গে পরীক্ষা দেয়ায় বিষয়টি এখনর কারো নজরে আসেনি। রাজশাহী শিক্ষা বোর্ডের প্রতিবন্ধীদের তালিকাতেও তার নাম নেই। নাহিদ হাসান তানোর উপজেলার চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের একমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থী। প্রধান শিক্ষক আবু হেনা কামরুজ্জামান বলেন, নাহিদ হাসান কানে শুনতে পায় না। কথাও বলতে পারে না। জন্ম থেকেই তার এই অবস্থা। এ রকম শিক্ষার্থীর উপযোগী শিক্ষা শ্রেণীকক্ষে তাকে দেয়া সম্ভব হয়নি। তারপরও ইশারা-ইঙ্গিতে যতটুকু পারা যায়, বুঝিয়ে দেয়া হয়েছে। প্রচ- ইচ্ছাশক্তির জোরে ছেলেটি এত দূর আসতে পেরেছে। লেখাপড়ার বিষয়ে নাহিদ ভীষণ আগ্রহী। তাকে লিখে সবকিছু বোঝাতে হয়। কোনকিছু যদি তার বুঝতে অসুবিধা হয় তাহলে সে ইশারা করে। সে অনুযায়ী তাকে তা বুঝিয়ে দেয়া হয়। চাঁদপুর গ্রামের ইসরাফিল আলম ও নার্গিস আক্তার স্বপ্না দম্পতির দুই সন্তান। এর মধ্যে ছোট ছেলে নাহিদ হাসান বাক ও শ্রবণ প্রতিবন্ধী।
×