ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার সামনে অসম্ভব লক্ষ্য

প্রকাশিত: ০৬:২০, ৫ জানুয়ারি ২০১৭

শ্রীলঙ্কার সামনে অসম্ভব লক্ষ্য

স্পোর্টস রিপোর্টার ॥ কেপটাউন টেস্টে জয়ের জন্য শ্রীলঙ্কাকে ৫০৭ রানের অসম্ভব লক্ষ্য ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অসম্ভব, কারণ টেস্টের দীর্ঘ ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি করে জয়ের নজির নেই। শ্রীলঙ্কার ক্ষেত্রে রেকর্ডটা ৩৫২/৯Ñ ২০০৬ সালে কলম্বোতে, এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রথম ইনিংসে ১১০ রানে অলাউট হয়ে যাওয়া লঙ্কনরাও হয়ত এই ম্যাচে জয়ের আশা করছে না। তৃতীয়দিন চা বিরতির পর এ রিপোর্ট লেখার সময় ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৫ রান। তখনও দিনের খেলা ৩৫ ওভার বাকি। স্বাভাবিকভাবে আড়াইদিন ঠেকিয়ে দিয়ে ড্র করাটাও অবাস্তব। বৃষ্টি বা ব্যতিক্রম কিছু না ঘটলে দ্বিতীয় টেস্ট জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিতের পথে প্রোটিয়ারা। বিনা উইকেটে ৩৫ রান নিয়ে বুধবার খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৫১ ওভারে ৭ উইকেটে ২২৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ওপেনার ডিন এলগার ৫৫, অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস ৪১, স্টিফেন কুক ও জেপি ডুমিনি ৩০ রান করে আউট হন। কেশভ মহারাজ ২০ ও ভারনন ফিল্যান্ডার ১৫ রান নিয়ে অপরাজিত থাকেন। অতিথিদের হয়ে ৪ উইকেট নেন পেসার সুরাঙ্গা লাকমল। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৯২ রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা। সেঞ্চুরি হাঁকান ডিন এলগার (১২৯) ও কুইন্টন ডি’কক (১০১)। লঙ্কার হয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে ৬ উইকেট তুলে নেন ১৯ বছর বয়সী পেসার লাহিরু কুমারা।
×