ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কার্নিভাল উৎসবকে ঘিরে কুয়াকাটায় চারুশিল্পীরা

প্রকাশিত: ০৬:০৪, ৫ জানুয়ারি ২০১৭

কার্নিভাল উৎসবকে ঘিরে কুয়াকাটায় চারুশিল্পীরা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৪ জানুয়ারি ॥ বালুর ভাস্কর্যে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্ভর ৭ মার্চের ভাষণ। রয়েছে কুয়াকাটার রূপ আর অবয়ব। কুয়াকাটা সৈকতের বেলাভূমে শূন্য পয়েন্টের পূর্বদিকেই এসব দৃশ্যপট রূপায়িত করা হয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশী-বিদেশী পর্যটকের কাছে শৈল্পিকভাবে তুলে ধরতে কুয়াকাটায় ভিন্নধর্মী উদ্যোগ নেয়া হয়েছে। মেগা বীচ কার্নিভাল উদযাপনকে আরও বর্ণাঢ্য করতে একদল তরুণ মেধাবী চারুশিল্পী নিপুন হাতে বালুর ভাস্কর্য আর রং তুলির আঁচড়ে উপস্থাপন করেছেন এমন সব দর্শনীয় দৃশ্য। দেশী-বিদেশী পর্যটককে আকৃষ্ট করতে অবজারভেশন অব নেচার এ্যান্ড স্টাডি প্রোগ্রামের আওতায় প্রতিবছর পর্যটন মৌসুমে সমুদ্র সৈকতের কুয়াকাটার এ প্রদর্শনীর ধারা অব্যাহত রাখার প্রত্যাশা চারুশিল্পীদের। বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল ও বিকাশমান করার লক্ষ্যে পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে ১৩,১৪ ও ১৫ জানুয়ারি কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে মেগা বীচ কার্নিভাল। এমন উৎসবকে সামনে রেখে দেশী-বিদেশী পর্যটককে আরও বেশি আকৃষ্ট করতে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) এর চারুকলা অনুষদের একদল তরুণ শিল্পী কুয়াকাটা সৈকতে বালু ভাস্কর্যে তুলে ধরেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতিকৃতি, কুয়াকাটার সৌন্দর্য, ইতিহাস, সাগরপারের মানুষের জীবনাচরণ। ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে কুয়াকাটায় আগত পর্যটক-দর্শনার্থীসহ স্থানীয় মানুষ। পটুয়াখালী জুবিলী স্কুলের চারুকলা বিষয়ের শিক্ষক আলাউদ্দিন বলেন, ‘কক্সবাজারকে যেভাবে তুলে ধরা হচ্ছে, সাগরকন্যা কুয়াকাটা সে তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে। প্রকৃতির অবলোকন ছাড়া এখানে নেই কোন বিনোদন মাধ্যম। তাই অবেহেলিত কুয়াকাটার দৃশ্যপট তুলে ধরার এ প্রচেষ্টা যাতে অব্যাহত থাকে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’ চারুশিল্পী সায়মা বলেন, ‘কুয়াকাটায় প্রথমবার এলাম। এর রূপে সত্যি আমি বিমোহিত। বিশ্ববাসীর কাছে নৈসর্গিক সে রূপ তুলে ধরতে চেষ্টা করেছি। যেন ভ্রমণ পিপাসুরা এখানে আসে,্ এর সৌন্দর্যে মুগ্ধ হয়।’
×