ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেসকোর ১০ শতাংশ শেয়ার বিক্রি সম্পন্ন

প্রকাশিত: ০৫:৫৯, ৫ জানুয়ারি ২০১৭

ডেসকোর ১০ শতাংশ শেয়ার বিক্রি সম্পন্ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাষ্ট্রীয় মালিকানার বিদ্যুত বিতরণ কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) বাজারে আরও ১০ শতাংশ শেয়ার বিক্রি করেছে। মঙ্গলবার এই বিক্রি শেষ হয়েছে বলে জানা গেছে। শেয়ার বিক্রি থেকে কোম্পানিটি ১৩০ কোটি টাকার বেশি পেয়েছে। বুধবার ঢাকা স্টক একচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ২০০৬ সালে সরাসরি তালিকাভুক্তি পদ্ধতিতে বাজারে আসা ডেসকো ইতোপূর্বে ২৫ শতাংশ শেয়ার বিক্রি করেছিল। সরকারের নির্দেশনা অনুসারে গত বছর কোম্পানিটি আরও ১০ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেয়। গত ১৮ ডিসেম্বর কোম্পানিটি ২৯ কোটি ৩১ লাখ ৪ হাজার ২৫৯টি শেয়ারের মধ্য থেকে ১০ শতাংশ তথা ২ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৪২৫টি শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়। ঘোষণা অনুসারে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি হওয়ার কথা। কিন্তু চাঙ্গা বাজারে ভাল মৌল ভিত্তির এই শেয়ার নির্দিষ্ট সময়ের অনেক আগেই বিক্রি শেষ হয়ে যায়। এদিকে বাড়তি ১০ শতাংশ শেয়ার বিক্রি প্রায় শেষের পথে এমন খবরে গত কয়েকদিন ধরেই ডেসকোর শেয়ারে ছিল বিনিয়োগকারীদের ব্যাপক ঝোঁক বেড়ে যায়। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের কোন বিক্রেতা ছিল না। বুধবারও দিনশেষে কোম্পানিটির ৩১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১.৯৩ শতাংশ। দিনশেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিল ৫২.৬০ টাকা। সর্বশেষ বছরে ডেসকো ৫ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করে। ওই বছর কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৩২ পয়সা। বুধবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য-আয় অনুপাত দাঁড়ায় ১২ দশমিক ৮০। গত দুই বছরের মধ্যে ডেসকোর সর্বোচ্চ দাম উঠেছিল ৭৬ টাকায়, আর সর্বনিম্ন দাম হয়েছিল ৪৬ টাকা।
×