ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রহস্যজনক কুয়া

প্রকাশিত: ০৫:৪৯, ৫ জানুয়ারি ২০১৭

রহস্যজনক কুয়া

রামায়ণে বর্ণিত দুর্ভাগা অহল্যা স্বামীর অভিশাপে পাথর হয়ে গিয়েছিলেন। রামের স্পর্শে তার মিলেছিল মুক্তি। পৌরাণিক কাহিনীর রেশ ছড়িয়ে রয়েছে এখনও। মানুষের অভিশাপ নয়, পানির ছোঁয়ায় পাথর হয়ে যায় সবকিছু। এক অদ্ভুত রহস্যজনক কুয়া যেখানে দুর্ঘটনাবশত পড়ে গেলে তোলার কেউ নেই। ধীরে ধীরে সেই ব্যক্তি পাথুরে মানুষে পরিণত হবেন। ব্রিটেনের নেয়ার্সবরো শহরে এমনই এক আশ্চর্যজনক কুয়ার খোঁজ মিলেছে। এখানে যে কেউ পড়ে গেলে পাথর হয়ে যায়। এই কুয়া নিয়ে স্থানীয়দের মধ্যে এমন আতঙ্ক ছড়িয়েছে যে কেউ স্বপ্নেও এখানে উঁকি দেয় না। কিন্তু কেন এমন হয়? এই প্রশ্নের উত্তর মেলাতে বিজ্ঞানীরা মাথা ঘামাচ্ছেন। এক বিজ্ঞানী বলেছেন, এই কুয়ার পানিতে এমন কিছু রাসায়নিক থাকতে পারে যা কোন কিছুকে পাথরে পরিণত করতে পারে। তাহলে মানুষের বেলায় এটা হওয়ার কথা নয়। এই প্রশ্নের উত্তর মেলাতে ব্যস্ত বিজ্ঞানীরা।-ওয়েবসাইট অবলম্বনে।
×