ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ১৫ জানুয়ারি সুইজারল্যান্ড যাচ্ছেন

প্রকাশিত: ০৫:৪৪, ৫ জানুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রী ১৫ জানুয়ারি সুইজারল্যান্ড যাচ্ছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ড যাচ্ছেন। দেশটির দাভোসে আগামী ১৭-২০ জানুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগ দিতে আগামী ১৫ জানুয়ারি ঢাকা ছাড়বেন। নতুন বছরে এটাই হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এবারের বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে প্রায় ১০০ দেশের আড়াই হাজার প্রতিনিধি যোগ দিচ্ছেন। সম্মেলনে প্রায় ৩০০ সেশন অনুষ্ঠিত হবে। আসন্ন বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৭তম বার্ষিক সম্মেলনে চার বিষয় প্রাধান্য দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে, ফোরামের সদস্য দেশগুলোর মধ্যে বৈশ্বিক যোগাযোগ আরও শক্তিশালীকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত, পুঁজিবাদ সংস্কার ও চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি। সূত্র জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবার প্রথমবারের মতো বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিচ্ছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগদানকালে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। সেসব বৈঠক আয়োজনের জন্য বিভিন্ন পক্ষের সঙ্গেও আলোচনা চলছে। প্রধানমন্ত্রী সফরসূচি অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন। আর ২১ জানুয়ারি ঢাকায় ফিরবেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম জেনেভাভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা। প্রতিবছর একবার দাভোসে এই ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। বিশ্বের চলমান অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনার জন্য এই ফোরাম গড়ে তোলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাভোস সফরের মধ্যে দিয়ে নতুন বছরের সফর শুরু হবে। সুইজারল্যান্ড থেকে ফিরে আসার পরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় বিদেশ সফর হবে ভারতে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন। সে সফর নিয়ে ঢাকা-দিল্লীর মধ্যে প্রস্তুতিও চলছে।
×