ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেপটাউন টেস্ট

জোড়া সেঞ্চুরিতে দ. আফ্রিকার বড় সংগ্রহ

প্রকাশিত: ০৬:৩৭, ৪ জানুয়ারি ২০১৭

জোড়া সেঞ্চুরিতে দ. আফ্রিকার বড় সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমদিনে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা পেয়েছিলেন ওপেনার ডিন এলগার (১২৯), মঙ্গলবার কেপটাউন টেস্টের দ্বিতীয়দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন কুইন্টন ডি’ককও (১০১)। জোড়া সেঞ্চুরির ওপর ভর করে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩৯২ রানের বড় স্কোর গড়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। চা বিরতিতে এ রিপোর্ট লেখার সময় ৫৬ রান তুলতে ২ উইকেট হারিয়েছে সফরকারীরা। কুশল সিলভা ও কুশল মেন্ডিজ দুইজনই আউট হয়েছেন ব্যক্তিগত ১১ রান করে। তাদের ফিরিয়েছেন পেসার কাগিসো রাবাদা ও স্পিনার কেশভ মহারাজ। ৬ উইকেটে ২৯৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে প্রোটিয়ারা। ৬৮ রান নিয়ে নামা ডি’কক ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূরণের পরপরই ১০১ রান করে আউট হন। ১২৪ বলের চমৎকার ইনিংসে ১১টি চার মানের তিনি। শেষদিকে ছোট দুটি কার্যকর ইনিংস খেলেন ভারনন ফিল্যান্ডার (২০) ও মহারাজ (৩২*)। তার আগে এলগারের ইনিংসটা ছিল সত্যিকারের টেস্ট মেজাজের। ২৩০ বলে ১৫ চারের সাহায্যে ১২৯ রান করেন তিনি। অতিথিদের হয়ে দুর্দান্ত বল করেছেন ১৯ বছর বয়সী পেসার লাহিরু কুমার। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। ২৫ ওভার বল করে দিয়েছেন ১২২ রান। প্রথম টেস্ট হেরে তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে লঙ্কানরা। সিরিজে টিকে থাকতে এখানে জিততেই হবে এ্যাঞ্জেলো ম্যাথুজদের। অনুশীলনে ফিরেছেন ‘এমএসএন’ স্পোর্টস রিপোর্টার ॥ বড়দিন ও শীতকালীন ছুটি কাটিয়ে বার্সিলোনার অনুশীলনে ফিরেছেন ‘এমএসএন’ খ্যাত তিন সুপারস্টার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। নতুন বছরের দ্বিতীয়দিনে গোটা দলের সঙ্গে গা গরম করেন তারা। বৃহস্পতিবার কোপা ডেল রে’র ম্যাচে এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে খেলবে বার্সিলোনা। এটিই নতুন বছরে কাতালানদের প্রথম ম্যাচ। গত ২১ ডিসেম্বর হারকিউলিসের বিরুদ্ধে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছিল বার্সা।
×