ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আজিজ সুপার মার্কেট থেকে লাশ উদ্ধার

রাজধানীতে যুবককে হত্যা করে লাশ ফেলা হয় ডিএনডির জলাশয়ে

প্রকাশিত: ০৬:২২, ৪ জানুয়ারি ২০১৭

রাজধানীতে যুবককে হত্যা করে লাশ ফেলা হয় ডিএনডির জলাশয়ে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে বন্ধুরা এক যুবককে পিটিয়ে হত্যা করে বাঁধের পানিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শাহবাগের আজিজ সুপার মার্কেটে আরেক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মালিবাগে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। মধুবাগে আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর যাত্রাবাড়ীতে মোঃ কাজল (৩৫) নামে এক যুবককে পিটিয়ে বাঁধের জলাশয়ে ফেলে দিয়েছে তার বন্ধুরা। নয় দিন পর মঙ্গলবার দুপুরে পুলিশ মাতুয়াইল কাউন্সিল অফিসসংলগ্ন ডিএনডি বাঁধের জলাশয় থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠায়। নিহত কাজলের বাবার নাম মৃত খলিল মিয়া। তিনি মাতুয়াইল এলাকায় থাকতেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, গত ২৫ ডিসেম্বর কাজলের বন্ধুরাই তাকে মারধর করে ওই বাঁধের পানিতে ফেলে দেয়। দীর্ঘ নয় দিন পর তার লাশ সেখান থেকে উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। যুবকের রহস্যজনক মৃত্যু ॥ একই সময় রাজধানীর শাহবাগ থানার আজিজ সুপার মার্কেটের চারতলায় এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সকালে পুলিশ ওই মার্কেটের চারতলার গাড়ির র‌্যাম রাখার স্থান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক জানান, মৃত ব্যক্তির হাত-পা ভাঙ্গা ছিল। কেউ তাকে মেরে এখানে ফেলে গেছে। তাকে উপর থেকে ফেলে দেয়া হয়েছে নাকি অন্য কোন ভবন থেকে সেখানে পড়ে তার মৃত্যু হয়েছে, পুরো ঘটনাটি রহস্যজনক। তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু ॥ অন্যদিকে মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় রাকিব বখতিয়ার (১৯) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছে। মৃত বখতিয়ার আহসান উল্লাহ পলিটেনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। নিহতের বাবার নাম কাইয়ুম বখতিয়ার। গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকাল ৬টার দিকে বখতিয়ার মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে, কোন গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শিক্ষার্থীর আত্মহত্যা ॥ রাজধানীর রমনা থানার নয়াটোলা এলাকায় রাশেদ খলিফা (২০) নামে এক ছাত্র আত্মহত্যা করেছে। নিহত রাশেদ মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্সিংয়ে পড়াশোনা করত। তার বাবার নাম আব্দুল হাকিম। গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার কলাবাড়িয়া গ্রামে।
×