ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৫ জানুয়ারি সামনে রেখে কক্সবাজারে বিএনপির গোপন বৈঠক!

প্রকাশিত: ০৫:৫৬, ৪ জানুয়ারি ২০১৭

৫ জানুয়ারি সামনে রেখে কক্সবাজারে বিএনপির গোপন বৈঠক!

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কাল ৫ জানুয়ারি সামনে রেখে সরকারকে বেকায়দায় ফেলতে কক্সবাজারের চকরিয়াতে বিএনপির একটি গ্রুপ গোপন বৈঠক করে নানা প্রকার অপতৎপরতা চালানোর পরিকল্পনা করছে বলে খবর পাওয়া পগছে। একটি ঠিকাদার সিন্ডিকেটের মাধ্যমে বিপুল টাকার ফান্ড গঠন করার পাশপাশি দেশের বাইরে থাকা সভবেক এক প্রতিমন্ত্রী বিভিন্নভাবে এসব তদারকি করছেন বলে অভিযোগ রয়েছে। গত ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে। ঐ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। এবারও ৫ জানুয়ারি সারাদেশে কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। এর সূত্র ধরে সরকারকে বেকায়দায় ফেলতে চকরিয়া উপজেলা পরিষদের পাশে একটি ব্যক্তিগত অফিসে সোমবার মধ্য রাতে এক গোপন বৈঠক বসেছিল বলে জানা গেছে। বৈঠকে ঠিকাদার, জনপ্রতিনিধিসহ কয়েক পেশার অন্তত ২০ জন ক্যাডার অংশ নেয়। বৈঠকে উপস্থিত নেতাকর্মী নিজেরা মোটা অঙ্কের অনুদান ঘোষণা করে একটি ফান্ড গঠন করে আর ফান্ডের টাকা রাখার দায়িত্ব দেয়া হয়েছে জনৈক ঠিকাদারকে। এদিকে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ঠিকাদারী করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া কয়েকজন ঠিকাদার ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে সূত্র দাবি করেছে। বিএনপি ক্যাডার হিসেবে চিহ্নিত ওসব ঠিকাদার কতিপয় আওয়ামী লীগ নেতার সহযোগিতায় বর্তমানেও ঠিকাদারী কাজ ভাগিয়ে নিচ্ছে অথচ তারাই সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক ও নানা ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। খোঁজখবর নিয়ে একটা ব্যবস্থা নেয়া হবে।
×