ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের প্রথম টি২০ আজ

প্রকাশিত: ০৫:৪৬, ৩ জানুয়ারি ২০১৭

বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের প্রথম টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভিন্ন কন্ডিশন, শীতের প্রকোপ- ওয়ানডে সিরিজে এসবই বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ দলের জন্য। সেই চ্যালেঞ্জের সঙ্গে এবার যোগ হচ্ছে নেপিয়ারের ম্যাকলিন পার্ক। এই মাঠে আগে দুই ওয়ানডে খেললেও এই প্রথম হতে যাচ্ছে টি২০। আজ বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটি দিয়ে টি২০ ফরমেটে যাত্রা শুরু হবে ম্যাকলিন পার্কের। এর সঙ্গে আছে বৃষ্টির শঙ্কা। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বিপর্যস্ত বাংলাদেশ। এবার সফরকারীদের জন্য আরও কঠিন পরীক্ষা বিশ্বের এক নম্বর টি২০ দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। এর আগে চারবার টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। ম্যাচগুলোতে ১০ উইকেট, ৫৯ রান, ১৫ রান ও ৭৫ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে। আগে দুইবার দ্বিপাক্ষিক সিরিজে একটি করে টি২০ ম্যাচ খেলেছে দু’দল, বাকি দুটো হয়েছে বিশ্বকাপে। এবারই প্রথম ৩ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ। সেটার শুরুতেই বেশকিছু চ্যালেঞ্জের মুখে মাশরাফি বিন মর্তুজার দল। আইসিসি র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর দল বাংলাদেশ আর এক নম্বর নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে দলের ব্যাটিং ব্যর্থতা আর দীর্ঘ আড়াই বছর পর হোয়াইটওয়াশের লজ্জায় বাংলাদেশ এখন বিপর্যস্ত। সেখানে টি২০ ক্রিকেটে আরও শক্তিধর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ কিছু করাটা অগ্নিপরীক্ষার শামিল মাশরাফিদের জন্য। নেলসনে ওয়ানডে সিরিজ শেষের পর নেপিয়ারে আসা বাংলাদেশ দল সোমবারই শুধু অনুশীলনের সুযোগ পেয়েছিল। সেই অনুশীলনেও বাগড়া দিয়েছে বৃষ্টির দাপট! তাই অনুশীলনটাও হতে পারেনি ঠিকভাবে। দলের সঙ্গে নেই অভিজ্ঞ ও নির্ভরযোগ্য মিডলঅর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহীম। টি২০ ক্রিকেটে যে ধরনের মারকুটে ব্যাটিং প্রয়োজন সেক্ষেত্রে বাংলাদেশের অন্যতম দুই ভরসা সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ তেমন কিছুই করতে পারেননি ওয়ানডে সিরিজে। তাদের ফিরে আসাটা অতীব জরুরী। দীর্ঘদিন রানখরায় ভুগতে থাকা ওপেনার সৌম্য সরকার দুই ওয়ানডে খেলেননি। তবে প্রথম টি২০ ম্যাচেই আবার ফিরতে পারেন তিনি। এমন অবস্থার পরও জয়ের আশা ছাড়ছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবও ব্যাটে-বলে বাংলাদেশের অন্যতম ভরসা। কারণ টি২০ ফরমেটে একজন কার্যকর অলরাউন্ডারের প্রয়োজনীয়তা অনেক বেশি। সিনিয়র ক্রিকেটাররা ওয়ানডে সিরিজে ভাল করতে পারেননি। সেটা নিয়ে আক্ষেপ করেছেন কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে। কিন্তু সাকিব বলেন, ‘ওয়ানডে সিরিজে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। বেশ কিছু সুযোগ পেয়েছিলাম, যেগুলো নিতে পারিনি। তবে এটি নতুন একটি সিরিজ। টি২০-তে নিউজিল্যান্ড দারুণ এক দল। তাদের মাটিতে আমাদের কাজটা সহজ হবে না। তবে আমাদেরও সামর্থ্য আছে ভাল খেলার এবং জেতার।’ নিউজিল্যান্ড দলে আছে একঝাঁক অলরাউন্ডার এবং দারুণ কিছু ব্যাটসম্যান। ফিরেছেন বিধ্বংসী ব্যাটসম্যান কোরি এ্যান্ডারসন। নতুন মুখ টম ব্রুসও ঘরোয়া আসরে দুর্দান্ত খেলে সুযোগ করে নিয়েছেন। ওয়ানডে সিরিজেই ব্যাটিং ঝড় তোলা কলিন মুনরো আছেন বাংলাদেশ দলের বোলারদের বড় হুমকি হিসেবে। দারুণ লাইনআপের কিউই ব্যাটিংকে রুখতে মাশরাফিদের অন্যতম ভরসার নাম বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের সর্বশেষ টি২০ ম্যাচ ছিল ২৮ মার্চ কলকাতায় টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই। সে ম্যাচে ২২ রানে ৫ উইকেট নিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন মুস্তাফিজ। টি২০ ফরমেটে নিজের ফেরার ম্যাচে তাই মুস্তাফিজই আলোচনায়। তার বিষয়ে সাকিবও বললেন, ‘আমাদের দলে মুস্তাফিজ ছাড়া এমন কেউ নেই যে একাই একটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। মুশফিক ভাই ৮-১০ বছর ধরে দলে আছেন। দলে তার নিজস্ব অবস্থান আছে। মুশফিক ভাই নেই এ কথা মাথায় রেখে জিততে হলে আমাদের সবাই মিলে ভাল খেলতে হবে। বাংলাদেশ যে খেলাগুলোতে জিতেছে সেগুলোয় ৫-৬ জন ভাল পারফর্ম করেছেন। ভাল বল করেছেন ২-৩ জন। আবার ২-৩ জন ব্যাটসম্যান লম্বা ইনিংস খেলেছেন। জিততে হলে এভাবে সবাই মিলে পারফর্ম করতে হবে। এর কোন বিকল্প নেই।’ দলগত নৈপুণ্যেও এবার নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। এবার সেই ব্যর্থতা কাটিয়ে দলগতভাবে জ্বলে ওঠার অপেক্ষা। ১০ টেস্ট ও ৪২ ওয়ানডে হওয়া ম্যাকলিন পার্কে টি২০ অভিষেকেই দারুণ কিছু করবে বাংলাদেশ এমনটা করতে দলের সবাই বেশ আত্মবিশ্বাসী। আশা নিয়ে তাকিয়ে আছে দেশের ক্রিকেটপ্রেমীরাও।
×