ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিলেটে বই উৎসব অনুষ্ঠানে হামলা ভাংচুর

প্রকাশিত: ০৬:২৭, ২ জানুয়ারি ২০১৭

সিলেটে বই উৎসব অনুষ্ঠানে হামলা ভাংচুর

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর বন্দর বাজারের দুর্গাকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব চলাকালে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। রবিবার বেলা পৌনে ২টার দিকে এ হামলা চালানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুফতা কানিজ আক্তার জানান, রবিবার বই উৎসব উপলক্ষে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। নামাজ উপলক্ষে অনুষ্ঠানে বিরতি দেয়া হয়। কিন্তু নামাজের পরপরই মসজিদ থেকে বের হয়ে অর্ধশতাধিক মানুষ বিদ্যালয়ে হামলা চালান। তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবহৃত বাদ্যযন্ত্রসহ চেয়ার-টেবিল ও মঞ্চ ভাংচুর করেন। এতে প- হয়ে যায় বই উৎসব। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী জানান, বই উৎসবে প্রধান অতিথি ছিলেন সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বই উৎসব উদ্বোধন ও বই বিতরণ শেষে চলে যাওয়ার পর যোহরের আজানের পূর্বেই বন্ধ রাখা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে নামাজ শেষে আবারও অনুষ্ঠান শুরু হয়। এ সময় বন্দর বাজারস্থ কালেক্টরেট জামে মসজিদ থেকে বেরিয়ে এসে অনুষ্ঠানে হামলা চালান অন্তত ৫০-৬০ জন।
×