ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমানের লন্ডন ফ্লাইটের চার ঘণ্টা বিলম্ব

প্রকাশিত: ০৮:২২, ১ জানুয়ারি ২০১৭

বিমানের লন্ডন ফ্লাইটের চার ঘণ্টা বিলম্ব

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে বিমানের লন্ডন ফ্লাইট চার ঘণ্টা বিলম্বের শিকার হয়েছে। শনিবার বিমান ফ্লাইট অপারেশন পরিচালনা শাখার উদাসীনতার দরুন ওই ফ্লাইট বিলম্বের শিকার হয়। এ ঘটনায় বিমান কোন সদুত্তর দিতে পারেনি। জানতে চাইলে বিমান পর্ষদ চেয়ারম্যান এয়ার মার্শাল ইনামুল বারি জনকণ্ঠকে বলেছেন, বিষয়টি দেখা হবে। বিমান সূত্র জানিয়েছে, শনিবার ঢাকা থেকে লন্ডন ফ্লাইটের সিডিউল টাইম ছিল সকাল সাড়ে দশটায়। ওই ফ্লাইটের ভিআইপি যাত্রী ছিলেন বঙ্গবন্ধুর নাতনি রুপন্তি। এছাড়া ৩৭৭ জন যাত্রী সকাল সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে চেকইন কাউন্টারে এসে হাজির হন। এ সময় তাদের জানানো হয়, ফ্লাইট সকাল সাড়ে দশটার পরিবর্তে দুপুর দেড়টায় যাবে। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আগে থেকে কেন এ বিলম্বের ঘোষণা দেয়া হয়নি- এমন প্রশ্নবাণে জর্জরিত হলেও বিমানকর্মীরা কোন সদুত্তর দিতে পারেনি। চেকইন করার পর যাত্রীদের প্রায় তিন ঘণ্টা অপেক্ষায় কাটাতে হয় লাউঞ্জে। দুপুর ১টা ৫১ মিনিটে ওই ফ্লাইটের দরজা বন্ধ করার পর পুশব্যাক করা হয়।
×