ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টপ টেন

প্রকাশিত: ০৫:২৩, ১ জানুয়ারি ২০১৭

টপ টেন

স্টাফ রিপোর্টার ॥ বছরজুড়েই নানা ঘটনায় যেমন মানুষ আলোচিত হয়েছেন আবার সমালোচিতও হয়েছেন। কারও কারও মাননবিক আচরণ তো নাড়া দিয়েছে সমগ্র দেশকেই। আবার কারও কারও সাফল্য আকাশচুম্বী। আলোচিত এমন ১০ ব্যক্তিকে আবারও পাঠকদের স্মরণ করিয়ে দেয়া হলো। সেলিনা হায়াত আইভী ॥ ২২ ডিসেম্বর বছরের শেষ দিকের এই দিনেই বাজিমাত করলেন নারায়ণগঞ্জের আইভী। পুনরায় নারায়ণগঞ্জ সিটি মেয়র নির্বাচিত হওয়ায় বছরের সেরা আলোচিত ব্যক্তি এখন তিনি। সততা-দক্ষতা এবং নেতৃত্বের দৃঢ়তার এক অন্যন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন। সাধারণ মানুষ প্রত্যাশা করছেন, আইভীর মতোই হয়ে উঠবেন সকল রাজনীতিবীদ। দেশের সীমানা ছাড়িয়ে আইভী এখন আলোচিত বহিঃবিশ্বেও। সাধারণ ভোটারের বিপুল সাড়া আর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডে প্রমাণ হয়েছে ভাল মানুষের মূল্যায়ন হয় সর্বদা। আর প্রার্থীরা চাইলে ভাল ভোটও হতে পারে। তামিম চৌধুরী ॥ বছরের শুরু থেকেই নামটি ঘুরছিল মানুষের মুখে মুখে। নতুন জেএমবির শীর্ষ নেতা এই তামিম চৌধুরীর জন্ম, বেড়ে ওঠা সবই কানাডায়। কেবল তার বাবা-মা বাংলাদেশী। এ দেশের শিক্ষা, সংস্কৃতি কোনকিছুর সঙ্গেই সম্পর্ক নেই তার। কানাডা থেকে সিরিয়া হয়ে তিনি ঢাকা আসেন খেলাফত প্রতিষ্ঠার নামে জঙ্গীবাদ বিস্তারে। ২৭ আগস্ট নারায়ণগঞ্জে ‘অপারেশন স্ট্রং হিট টোয়েন্টি সেভেন’-এ নিহত হয় এই তামিম। একটি অশুভ তৎপরতা খানিকটা হলেও বন্ধ হয়। সেলিম ওসমান ॥ কথিত ধর্ম অবমাননা আর এক শিক্ষার্থীকে শাসন করার অপরাধে শিক্ষক শ্যামল কান্তিতে কান ধরে উঠবস করালেন একজন সংসদ সদস্য, তিনি সেলিম ওসমান। বছরের ১৩ মে বিকেল ৪টায় নারায়ণগঞ্জের প্রতাপশালী ওসমান পরিবারের সদস্য নিজের আদালতে বিচার করে এ শাস্তি দেন শিক্ষককে। সারাদেশেই জাতীয় পার্টির এ সদস্যকে সাধারণ মানুষ তিরস্কার করেছে। ক্রিকেটার মিরাজ ॥ মেহেদী হাসান মিরাজ, খুলনার এক অটোচালক বাবার ছেলে। গত অক্টোবরে যখন ইংল্যান্ড দল বাংলাদেশে তখন বিশ্ববাসী দেখল মিরাজ ঝলক। বাংলাদেশের যুব ক্রিকেটে মিরাজ নামটি আগে থেকেই অনেকটা পরিচিত। তবে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের পর মিরাজ হয়ে ওঠেন বাংলাদেশ ক্রিকেটের নতুন নায়ক। পত্রিকা, টেলিভিশন আর সামাজিক যোগাযোগমাধ্যমে মিরাজ বন্দনা চলতে থাকে। সেই সঙ্গে মিরাজের কষ্টে কাটানো জীবনের গল্পে আবেগে ভাসেন বাঙালী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩ নবেম্বর মিরাজকে বাড়ি করে দেয়ার প্রতিশ্রুতি দেন। প্যাট্রিক ডি’রোজারিও ॥ বিশ্বের প্রথম বাঙালি কার্ডিনাল খ্রিস্টম-লীর প্রধান পোপ ফ্রান্সিস গত ১৯ নবেম্বর ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসিকে কার্ডিনাল হিসেবে নিয়োগ দেন। তিনিই বিশ্বের প্রথম বাঙালী ধর্মযাজক, যিনি ধর্মীয় এত বড় পদ লাভ করেছেন। ছায়েদুল হক ॥ ঠিকঠাক মন্ত্রীর নামটাও তেমন কেউ জানতেন না। গত নবেম্বরে যখন নাসিরনগরে সাম্প্রদায়িক হামলা হলো তখন আলোচনায় চলে আসলেন অপেক্ষাকৃত কম পরিচিত মাছ আর মসুর মন্ত্রী ছায়েদুল হক। খবর ছড়ালো নেতিবাচক শব্দে তিনি গাল দিয়েছেন হিন্দুদের। যদিও পরে তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন, আমি ওসব বলিনি। তবে স্থানীয় ইউএনওর কক্ষে সাংবাদমাধ্যমকে একহাত নিয়েছিলেন এই ছায়েদুল হক। আবুল বাজনদার ॥ জানায়ারিতে এক বৃক্ষমানবের সংবাদ ছাপে সংবাদমাধ্যমগুলো। আসলে বৃক্ষ নয়, এক ধরনের ভাইরাসের আক্রমণে খুলনার দাকোপের আবুল বাজানদার যখন যন্ত্রণার জীবন বয়ে বেড়াচ্ছিলেন, চিকিৎসক আর সরকার তখন বৃক্ষমানবের চিকিৎসার দায়িত্ব নেয়। এ রোগ বাংলাদেশের ইতিহাসে প্রথম। সারাবিশ্বেও এমন রোগাক্রান্ত মানুষের সংখ্যা হাতেগোনা। ৩০ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন তিনি। কয়েক দফা অপারেশনের পর এখন সুস্থ হওয়ার পথে রয়েছেন তিনি। শের আলী ॥ কখনও কখনও কোন কোন মানবিকতা মানুষকে নাড়া দেয়। এমনই একটি ঘটনা ঘটেছিল গত ১১ ডিসেম্বর। ছোট একটি শিশুকে কোলে নিয়ে একজন পিতা হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটেছেন হাসপাতালে। এই পিতার নাম শের আলী। তিনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য। ওই দিন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার পানিরছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্য যাত্রীদের সঙ্গে তিন ঘণ্টা চাপা পড়ে থাকে ছোট একটি শিশু। শের আলী বাড়ি গিয়িছিলেন ছুটিতে। অপরিচিত ওই শিশুটিকে উদ্ধার করে শের আলী ছুটছিলেন হাসপাতালে। চট্টগ্রামের ডিবি পুলিশে কর্মরত শের আলী বলেছিলেন, এই ছোট শিশুটির মধ্যে তার মেয়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন। শের আলীদের মতো বাবাদের প্রতি শ্রদ্ধায় বুকটা ভরে যায় সকলের। বাবুল আক্তার ॥ এসপি বাবুল আক্তার, এই নামটি এখন দেশের সকলেই হয়ত জানেন। বছরের মাঝামাঝি সময়ে গত ৫ জুন মিতু হত্যাকা-ের ঘটনায় বছরজুড়েই আলোচনায় ছিল নামটি। প্রথমে জঙ্গী কানেকশন পরে ইনিয়ে বিনিয়ে পুলিশ বলছে মিতু হত্যায় তার স্বামিই জড়িত। কিন্তু আজও প্রকৃত ঘটনা কেউ জানেন না। স্ত্রী হারিয়ে চাকরি খুইয়ে একজন সৎ পুলিশ অফিসার একটি বেসরকারী হাসপাতালে পরিচালকের চাকরি করছেন। সেলিনা পারভিন ॥ শিক্ষকতায় শ্রেষ্ঠ আন্তর্জাতিক পুরস্কার হিসেবে স্বীকৃত গ্লোবাল টিচার প্রাইজ ২০১৭-এর জন্য মনোনীত হয়েছেন এক বাংলাদেশী শিক্ষিকা। তার নাম সেলিনা পারভিন। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এ বছর ভার্কে ফাউন্ডেশন গ্লোবাল টিচার প্রাইজ ২০১৭ ঘোষণাপত্রে তৃতীয় স্থান অধিকার করেন। বিশ্বের ১৭৯টি দেশ থেকে ২০ হাজার আবেদনকারীর মধ্য থেকে সর্বশেষ ৫০ জনের তালিকা করা হয়েছে। বিজয়ীর জন্য অর্থ পুরস্কার হিসেবে থাকছে ১০ লাখ মার্কিন ডলার। গ্লোবাল টিচার প্রাইজের ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়েছে, এ ধরনের পুরস্কারের মধ্যে এটিই সবচেয়ে বড় পুরস্কার। ২০১৭ সালের ১৯ মার্চ দুবাইয়ে এক অনুষ্ঠানে বিজয়ী নাম ঘোষণা করা হবে।
×