ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে গার্মেন্টস থেকে উদ্ধার হলো কাস্টমসের ৬৬ নথি

প্রকাশিত: ০৫:৪২, ৩০ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামে গার্মেন্টস থেকে উদ্ধার  হলো কাস্টমসের  ৬৬ নথি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর নয়াবাজার এলাকার একটি গার্মেন্টস থেকে উদ্ধার হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের ৬৬টি গোপন নথি। বুধবার রাতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা আল-আমিন মেরিটাইম ইন্টারন্যাশনাল এ্যাপারেলস ফ্যাশন নামের গার্মেন্টস কারখানা থেকে নথিগুলো উদ্ধার করেন। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ কিছু নথি নয়াবাজার এলাকার এ গার্মেন্টসে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালান। এ সময় অফিস কক্ষের আসবাবপত্রের ভেতর থেকে উদ্ধার করা হয় গুরুত্বপূর্ণ নথিগুলো। মোট ৬৬টি নথি পাওয়া যায় এই গার্মেন্টসের অফিস কক্ষে। এর মধ্যে ১১টি নথি ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত। এছাড়া বিচারাধীন বিভিন্ন মামলার ৩৩টি এবং শুল্কায়নসহ বিভিন্ন ধরনের নথি পাওয়া যায় ১২টি। চট্টগ্রাম কাস্টম হাউস বাংলাদেশের অর্থনীতিতে একক বৃহত্তম রাজস্ব যোগানদাতা। দেশের সিংহভাগ আমদানি-রফতানি এ বন্দরের মাধ্যমে হয়ে থাকে। ফলে দেশের আমদানির বেশির ভাগ শুল্কায়নও হয়ে থাকে চট্টগ্রাম কাস্টমসে। এখানে জনবল স্বল্পতার অজুহাতে নিয়োজিত রয়েছে অনেক ‘ফালতু’। তাদের মাধ্যমে বেরিয়ে যায় গোপনীয় অনেক নথি ও তথ্য। বিচারাধীন মামলা এবং ব্যাংক গ্যারান্টির মতো স্পর্শকাতর বিষয়ের ফাইল কিভাবে শুল্ক ভবন থেকে বেরিয়ে একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চলে গেল তা খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
×