ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জেএসসি, জেডিসির ফলে রেকর্ড ॥ পাসের হার ৯৩ দশমিক ৬

প্রকাশিত: ০৫:৩১, ৩০ ডিসেম্বর ২০১৬

জেএসসি, জেডিসির ফলে রেকর্ড ॥ পাসের হার ৯৩ দশমিক ৬

স্টাফ রিপোর্টার ॥ রীতিমতো অভাবনীয় সাফল্য অর্জন করেছে অষ্টম শ্রেণীতে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীরা। তারা ছাড়িয়ে গেছে আগের সব সাফল্যকে। সাধারণ শিক্ষার জেএসসি ও মাদ্রাসার জেডিসি পরীক্ষায় এবার পাস করেছে ৯৩ দশমিক শূন্য ৬ শতাংশ শিক্ষার্থী। গত বছর যা ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ। এক বছরের ব্যবধানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ৩২৫ জন বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪৭ হাজার ৫৮৮ জনে। শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্যে সারাদেশের স্কুলেই বিরাজ করছে উৎসবের আমেজ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ‘জেএসসি ও জেডিসি পরীক্ষা ২০১৬’র ফলের অনুলিপি তুলে দেন। এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তার সঙ্গে ছিলেন। পরে দুপুরে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে পরীক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এসএম ওয়াহিদুজ্জামান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষাবোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট () থেকে জেএসসি-জেডিসির ফল জানা যাচ্ছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ই- মেইলে, সকল স্কুলেও ই-মেইেলে জেএসসি- জেডিসির ফলের কপি পাঠিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে সারা দেশের মোট ২৮ হাজার ৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন, যা গত বছর ছিল ২০ রাখ ৯৮ হাজার ৮২ জন। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১৯ লাখ ৯৩ হাজার ৩১৬জন ছাত্রছাত্রী। এর মধ্যে পাস করেছে ১৮ লাখ ৫১ হাজার ৪৯৬ জন। পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ, গত বছর যা ছিল ৯২ দশমিক ৩১ শতাংশ। জেএসসিতে এবার জিপিএ-৫ পেয়েছে মোট দুই লাখ ৩৫ হাজার ৫৯ জন, গত বছর যা ছিল এক লাখ ৮৭ হাজার ৫০২ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছিল তিন লাখ ৫৩ হাজার ৬৪৩ জন ছাত্রছাত্রী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে তিন লাখ ৩২ হাজার ৪৭৯ জন। গড় পাসের হার ৯৪ দশমিক ০২ শতাংশ, গত বছর যা ছিল ৯২ দশমিক ৪৬ শতাংশ। জেডিসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫২৯ জন, গত বছর যা ছিল আট হাজার ৭৬১ জন। বোর্ডভিত্তিক ফল : ঢাকা বোর্ড ॥ ঢাকা শিক্ষা বোর্ড থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ছয় লাখ ৫৪ হাজার ৬৫০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে পাঁচ লাখ ৯৮ হাজার ৬৯ জন। পাসের ৯১ দশমিক ৩৬ শতাংশ, গত বছর যা ছিল ৯০ দশমিক ৩৯ শতাংশ। এ বোর্ড থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৮৬ হাজার ৩৫০ জন, গত বছর যা ছিল ৬৪ হাজার ১০ জন। রাজশাহী বোর্ড ॥ রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল দুই রাখ ২৬ হাজার ৮৯২ জন ছাত্রছাত্রী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে দুই লাখ ২১ হাজার ৬১৭ জন। পাসের হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ, গত বছর যা ছিল ৯৭ দশমিক ৪৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৪৭১ জন, গত বছর তা পেয়েছিল ৩৫ হাজার ৮৩ জন। কুমিল্লা বোর্ড ॥ কুমিল্লা বোর্ডে এবার অংশ নিয়েছিল দুই লাখ ৫৮ হাজার ১৬৮জন। পাস করেছে দুই লাখ ৩১ হাজার ৫২৮ জন। গড় পাসের হার ৮৯ দশমিক ৬৮ জন, গত বছর যা ছিল ৯২ দশমিক ৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১৮৬ জন, গত বছর যা ছিল ২০ হাজার ৭৪৭ জন। যশোর বোর্ড ॥ যশোর শিক্ষা বোর্ড থেকে এবার এ পরীক্ষায় অংশ নিয়েছিল দুই লাখ ১৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে দুই লাখ তিন হাজার ৪২৮ জন। এ বোর্ডে গড় পাসের হার ৯৫ দশমিক ৩৫ শতাংশ, গত বছর যা ছিল ৯৫ দশমিক ৪৪ শতাংশ। যশোরে এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার তিনজন, গত বছর তা পেয়েছিল ১৭ হাজার ৮৩১ জন। চট্টগ্রাম বোর্ড ॥ চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৭৯ হাজার ৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৬২ হাজার ৫২৪জন। গড় পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ, গত যা ছিল ৮৫ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৩৫ জন, গত বছর তা পেয়েছিল ১২ হাজার ২৬৮জন। বরিশাল বোর্ড ॥ বরিশাল শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ১৩ হাজার ৭৪৭ জন। পাস করেছে এক লাখ দশ হাজার ৭৭১ জন শিক্ষার্থী। বরিশালে এবার গড় পাসের হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ, গত বছর যা ছিল ৯৭ দশমিক ২৬ শতাংশ। এই বোর্ড থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৫৭০ জন শিক্ষার্থী, ২০১৫ সালে যা পেয়েছিল ১৩ হাজার ৪৬৪ জন। সিলেট বোর্ড ॥ সিলেট শিক্ষা বোর্ড থেকে এবার এ পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৩০ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২২ হাজার ৩৪ জন। এবার গড় পাসের হার ৯৩ দশমিক ৩৭ শতাংশ, গত বছর যা ছিল ৯৩ দশমিক ৫৯ শতাংশ। সিলেটে এবার জিপিএ-৫ পেয়েছে দশ হাজার ২৫৫ জন, ২০১৫ যা পেয়েছিল চার হাজার ৯৫৬ জন। দিনাজপুর বোর্ড ॥ দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল দুই লাখ ১৬ হাজার ৭২১ জন ছাত্রছাত্রী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে দুই লাখ এক হাজার ৫২৫ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৯২ দশমিক ৯৯ শতাংশ, যা ২০১৫ সালে ছিল ৯১ দশমিক ৫২ শতাংশ। সিনাজপুরে এবার জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৮৯ জন শিক্ষার্থী, গত বছর যা ছিল ১৯ হাজার ১৪৩ জন। মাদ্রাসা বোর্ড ॥ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এবার জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছিল তিন লাখ ৫৩ হাজার ৬৪৩ জন ছাত্রছাত্রী। এর মধ্যে পাস করেছে তিন লাখ ৩২ হাজার ৪৭৯ জন। গড় পাসের হার ৯৪ দশমিক ০২ শতাংশ, ২০১৫ সালে যা ছিল ৯২ দশমিক ৪৬ শতাংশ। মাদ্রাসা বোর্ড থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫২৯ জন, গত বছর যা পেয়েছিল আট হাজার ৭৬১জন। শতভাগ পাস ও শূন্য পাস প্রতিষ্ঠান ॥ এবার সারা দেশের ৯ হাজার ৪৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই সংখ্যা ছিল আট হাজার ৫৮৩টি। এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৮৬৭টি। অন্যদিকে কমেছে শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। এবার ২৮টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, গত বছর যা ছিল ৪৩টি। অর্থাৎ এ বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি কমেছে। বিদেশী কেন্দ্র ॥ বিদেশের আটটি কেন্দ্র ও প্রতিষ্ঠান থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৬২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৬২৩ জন। গড় পাসের হার ৯৯ দশমিক ৫২ শতাংশ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন, গত বছর যা ছিল ১১১জন।
×